এই মুহূর্তে




তৃণমূলের হয়ে প্রচার করায় হকারদের নির্যাতন-গ্রেফতারি RPF’র

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: চলতি লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) তৃণমূলের হয়ে প্রচার করায় হকারদের ধরপাকড় শুরু করেছে RPF। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন হুগলি জেলার(Hooghly District) চুঁচুড়া সদর মহকুমার ব্যান্ডেলের(Bandel) হকার সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, প্রতিহিংসার খেলা চলছে ব্যান্ডেলে। যেহেতু রেল মন্ত্রক এখন বিজেপির হাতে, তাই RPF কাজে লাগিয়ে তৃণমূলপন্থী হকারদের পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার লোকাল ট্রেন ও স্টেশনগুলি থেকে হটিয়ে দিতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। আর সেই কারণে, তৃণমূলপন্থী হকারদের হটিয়ে দিতে তাঁদের বিরুদ্ধে যাত্রীদের ওপর হামলা সহ একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের দাবি, পরিকল্পিতভাবে রাত ২টোর সময়ে গ্রেফতার করে রাতভর আটকে রাখা হচ্ছে। সেইসঙ্গে জরিমানাও করা হচ্ছে। অতীতেও ধরপাকড় হয়েছে। কিন্তু এভাবে মিথ্যা কেস ও জরিমানা করার মতো অত্যাচার হয়নি। গোটা ঘটনার পিছনে স্থানীয় বিজেপি নেতৃত্বের চক্রান্ত রয়েছে বলে হকার সংগঠনের দাবি।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের(TMC) হকার নেতা তথা ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর জানিয়েছেন, স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলপন্থী হকারদের চিনিয়ে দিচ্ছে RPF-কে। তারপরেই শুরু হচ্ছে প্রতিহিংসার খেলা। চলতি সপ্তাহের বুধবার গভীর রাতে তৃণমূলপন্থী ১৭ জন হকারকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মারামারি, মহিলা কামরায় ওঠা সহ একাধিক মামলা দেওয়া হয়েছে। রাতভর আটকে রেখে ১১০০ টাকা জরিমানা করে কোর্টে চালান করা হয়েছে। যদিও এই ঘটনায় ব্যান্ডেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, রেল স্টেশন পরিষ্কার রাখা, যাত্রী নিরাপত্তার মতো পদক্ষেপ রেলকেই করতে হয়। সেখানে কোনও ত্রুটি ধহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়। রেলের নিজস্ব নীতির কারণেই হকারদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে RPF।

উল্লেখ্য, বস্তি উচ্ছেদ থেকে শুরু করে হকারদের ওপরে নির্যাতন নিয়ে ২০২০ সাল থেকেই রেলের বিরুদ্ধে হুগলিতে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। একাধিকবার স্থানীয় বিধায়ক অসিত মজুমদার নিজে আন্দোলন করেছেন। হকারদের দাবি, এবার পরিস্থিতি আলাদা। গত কয়েকদিন ধরেই হকারদের ওপর ব্যাপক জুলুম শুরু হয়েছে। একলপ্তে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই তৃণমূলের কর্মী। তাৎপর্যপূর্ণভাবে রেলের কামরায় হকারি করার জন্য যে মামলা দেওয়া হয়, তা তাঁদের দেওয়া হয়নি। মারামারি, মহিলা কামরায় ওঠার মতো কঠিন ধারা দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাসন্তী হাইওয়ের ওপর বিপদজনক বিল্ডিং, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদাসীনতার অভিযোগ

মালদার তৃণমূল কাউন্সিলর খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আর্জি ফের খারিজ

বৃহস্পতিবার থেকে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ,কমলা সর্তকতা জারি কলকাতা সহ একাধিক জেলায়

গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নতির জন্য বরাদ্দ হল ৮ কোটি

প্রায় ২২ দিন পর বাগুইআটি বাজারে কালি মন্দিরে চুরির কিনারা করল বিধাননগর পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর