এই মুহূর্তে

টেট নিয়ে বড় সিদ্ধান্ত, ভুল প্রশ্নেও পুরো নম্বর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাথমিক স্তরের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE)। সেই পদে নিয়োগের জন্য তাঁরা টিচার্স এলিজেবিলিটি টেস্ট(TET) বা টেট পরীক্ষাও নেয়। সেই পরীক্ষায় আগামী দিনে যারা বসতে চলেছেন তাঁদের জন্য এবার বড় সুখবর শোনাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন ওই পরীক্ষায় কোনও প্রশ্নে ভুলভ্রান্তি থাকলে সেগুলি যারা উত্তর দেওয়ার চেষ্টা করতেন তাঁদের বাড়তি নম্বর দেওয়া হতো। তা নিয়ে আবার বিতর্কের পাশাপাশি আদালতেও প্রশ্ন উঠেছে। কেননা এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে নম্বর দেওয়া নিয়ে নির্দিষ্ট করে কোনও নীতি ছিল না পর্ষদের। কিন্তু এবার সেই জায়গাতেই পরিবর্তন আনছে পর্ষদ। বিশেষজ্ঞমণ্ডলীর মতামত নিয়ে পর্ষদ ঠিক করেছে, ভুল প্রশ্নের উত্তর দেবেন যে সব পরীক্ষার্থী তাঁদের পুরো নম্বর দেওয়া হবে।

আরও পড়ুন সেন্ট জেভিয়ার্সে সোমবার ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগের টেটগুলিতে প্রশ্ন ভুল থাকার কারণে একাধিক মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে পরে বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকতে, এমনকী চাকরি দিতেও বাধ্য হয়েছে পর্ষদ। এর ফলে যেমন পর্ষদের সম্মানহানি হয়েছে, তেমনই প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়টিও পিছিয়ে গিয়েছে। তাই এবার প্রার্থীদের ওএমআর শিটের(OMR Sheet) প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্নপত্র তো ছিলই। সর্বোপরি, সম্ভাব্য আদর্শ উত্তরপঞ্জীও ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। সেগুলি দেখেই প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের। তা দেখার পরে প্রার্থীরা অনলাইনেই চ্যালেঞ্জ করেছেন। তা নিয়ে একাধিক পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে পর্ষদ। বিশেষজ্ঞরা পর্ষদকে জানিয়েছেন, যে উত্তরের পক্ষে সর্বাধিক মত পড়েছে, সেটিকেই সঠিক বলে ধরে নিয়ে এগোতে হবে। একাধিক বিষয়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করলেই পুরো নম্বর দেওয়া হবে প্রার্থীদের। মূলত যে সব প্রশ্নগুলিতে ছাপার ভুল অথবা টেকনিক্যাল ভুল থেকে গিয়েছে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যারা তাঁদের পুরো নম্বর দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির টাকা খুঁজছে নবান্ন

পর্ষদ সভাপতি গৌতম পাল এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তবে জানিয়েছেন, ‘ফল প্রকাশের আগে চূড়ান্ত Model Answer Key প্রকাশ করা হবে। সেটা দেখলেই প্রার্থীরা যা বোঝার বুঝে যাবেন। এত বড় পরীক্ষায় এই ব্যবস্থা একেবারেই অভিনব। কোনও অস্বচ্ছতা থাকবে না।’ প্রসঙ্গত, ১১ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে, এখনও পর্যন্ত সেই ফল পর্ষদ প্রকাশ করতে পারেনি। উল্টে নিয়োগ দুর্নীতির ঘটনায় ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে প্রায় ২৫০টি OMR শিট উদ্ধার হওয়ায় পরীক্ষারভ স্বচ্ছতা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে কোনও দিন ওই পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে চলতি মাসের মধ্যেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণায় উদ্ধার হওয়া সাড়ে ১৩ লক্ষ টাকা ফেরাল নাগেরবাজার থানা

ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৮ তৃণমূল নেতাদের তলব করল এনআইএ

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

‘দিদিকে’ ভালোবেসে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখনে ব্যস্ত অশীতিপর বোস দা

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর