এই মুহূর্তে




এয়ারটেল ব্ল্যাকের নতুন চমক! ৩৯৯ টাকায় পাবেন ব্রডব্যান্ড এবং ইন্টারনেট টিভি সার্ভিস




ইন্দ্রজি‍ৎ রায়: ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন এবং আকর্ষণীয় প্ল্যান। এয়ারটেল ব্ল্যাকের ৩৯৯ টাকার প্ল্যানে এখন ব্রডব্যান্ড এবং আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) সার্ভিস একসঙ্গে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা সাশ্রয়ী এবং সুবিধাজনক।

৩৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা?

এই নতুন এয়ারটেল ব্ল্যাক প্ল্যানে গ্রাহকরা পাবেন ১০ Mbps গতির ব্রডব্যান্ড সংযোগ, যা দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের জন্য যথেষ্ট। এছাড়াও, প্ল্যানটিতে রয়েছে আইপিটিভি সার্ভিস, যার মাধ্যমে গ্রাহকরা ২৬০টিরও বেশি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। তবে, এই প্ল্যানে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স বা আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নেই। এটি এমন গ্রাহকদের জন্য আদর্শ, যারা  ব্রডব্যান্ড এবং টিভি বিনোদন চান।

এই প্ল্যানে আরও রয়েছে আনলিমিটেড ল্যান্ডলাইন কলিং সুবিধা, যা গ্রাহকদের কাছে একটি অতিরিক্ত সুবিধা। এয়ারটেলের এই উদ্যোগ গ্রাহকদের একটি একক প্ল্যানের মাধ্যমে একাধিক সার্ভিস উপভোগ করার সুযোগ করে দিয়েছে।

এয়ারটেলের আইপিটিভি সার্ভিস কী?

এয়ারটেল ২০২৫ সালের মার্চ মাসে ভারতের ২০০০টি শহরে তাদের আইপিটিভি সার্ভিস চালু করেছিল। এই সার্ভিসটি ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন কনটেন্ট সরবরাহ করে, যা DTH (ডিরেক্ট টু হোম) সার্ভিসের তুলনায় অনেক বেশি নমনীয়। প্রাথমিকভাবে এই সার্ভিসটি ৬৯৯ টাকার প্ল্যানে ৪০ Mbps গতির ব্রডব্যান্ড এবং ২৯টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিয়েছিল। তবে, ৩৯৯ টাকার এই নতুন প্ল্যানটি আরও কম দামে গ্রাহকদের আইপিটিভি দেখার সুযোগ করে দিল।

কীভাবে পাবেন এই প্ল্যান?

এই প্ল্যানটি পেতে গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ বা নিকটবর্তী এয়ারটেল স্টোরে যোগাযোগ করতে পারেন। নতুন গ্রাহকরা এই প্ল্যানে ৩০ দিনের বিনামূল্যে আইপিটিভি সার্ভিস উপভোগ করতে পারবেন, যা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যায়। এয়ারটেলের এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাহকদের কম দামে উচ্চমানের ডিজিটাল বিনোদন প্রদান করা। সংস্থার সিইও সিদ্ধার্থ শর্মা বলেন, “আমরা চাই আমাদের গ্রাহকরা একটি প্ল্যানে সবকিছু পান। এই নতুন প্ল্যানটি টিভি এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে একটি অসাধারণ পরিষেবা দেবে।”

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউনে টিসিএসের ভবনের অনুমোদন, ২৫ হাজার কর্মসংস্থান হবে, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

দেখে অবাক হবেন, ২১.৪৯ লক্ষ টাকায় এসে গেল টাটার এই দুর্ধর্ষ গাড়ি

গল্প নয় সত্যি, এক ধাক্কায় ৩৫,৩০১ টাকা দাম কমল Samsung এর Flip ফোনের

লঞ্চের আগে ফাঁস হল Nothing Phone 3-এর  দুর্দান্ত ফিচার ও দাম!

জুন মাসে বাজার কাঁপানো ১০,০০০ টাকার কমে সেরা ৫টি 5G স্মার্টফোনের হদিশ

দুয়ারে পরিষেবা, মাত্র ৬ ঘন্টাতেই রক্ত পরীক্ষা করে রিপোর্ট জানাবে Amazon

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ