27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:17 am
নিজস্ব প্রতিনিধিঃ আকাশ্চুম্বি সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মাত্র ২৭ বছর বয়সেই। কিন্তু কম সময়ে সাফল্যের চূড়ায় অবস্থান বেশিদিন সহ্য হয়নি তাঁর। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বঙ্গতনয়া অঙ্কিতি বোসের বিরুদ্ধে। এবার নিজের তৈরি করা সংস্থা থেকে নিজেই পদত্যাগ করলেন তিনি। জিলিংগো পিটিই এর সহ প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চিফ এগজিকিউটিভ অফিসার অঙ্কিতি বোস কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। এবং এই খবর যখন প্রকাশ্যে আসে তখন এই সিঙ্গাপুরভিত্তিক ফ্যাশন স্টার্টআপ সংস্থার শেয়ার হোল্ডার ও বাজারে থাকা ঋণ পরিশোধ করতে না পারার আলোচনা চলছে। এবং যার ফলে সংস্থার তরফে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া চালানো হচ্ছিল।
চলতি মাসের শুরুতে জিলিংগো এর সহ প্রতিষ্ঠাতা এবং সিটিও ধ্রুভ কাপুর শেয়ার হোল্ডার আর্থিক ক্ষতির মুখে পড়ে শেয়ারহোল্ডারদের বাই আউট অফার দেয়। সেইসময়ের কোম্পানির আর্থিক ক্ষতির কথাও সামনে আনা হয়। বলা হয় কোম্পানির সম্পদ শেয়ারহোল্ডার বিক্রি করে পরবর্তীতে আরও একটি নতুন কোম্পানির সূচনা করা হবে। এবং তাতে সায় ছিল অঙ্কিতি বোসেরও। জানা যাচ্ছে গত সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল বিষয়টির উপর ভোটাভুটি করা হবে এবং তার যে ফলাফল আসবে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি তা স্থগিত রাখা হয়েছিল।
এই সংস্থায় অঙ্কিতি বোসের ভূমিকা নিয়ে এর আগেও প্রশ্ন উথেছে। আর্থিক তছ্রুপির অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। এপ্রসঙ্গে বঙ্গতনয়া জানিয়েছেন, ”গত কয়েক মাস ধরে, আমার অনুরোধ সত্ত্বেও, জিলিংগো বোর্ড আমাকে এমন রিপোর্ট দেখাতে ব্যর্থ হয়েছে। যা কোম্পানির বিরুদ্ধে বা আমার কথিত অসদাচরণ সংক্রান্ত কোনও তদন্ত সম্পর্কিত। এবং এই কারণেই সিইও হিসেবে আমার পদ বাতিল হয়েছে।”