এই মুহূর্তে




১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

নিজস্ব প্রতিনিধি: আপনি কি 10,000, 15,000 টাকার মধ্যে সস্তার অথচ অসংখ্য বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে Vivo T4x5G আপনার জন্যে একটি দুর্দান্ত উদাহরণ হতে পারে। কেননা এই স্মার্ট ফোনটি আপনি মাত্র 10,499 টাকায় পেয়ে যাবেন। কোনও ব্যাঙ্ক অফার ছাড়াই এর দাম ধরা হয়েছে 15,000 টাকার থেকেও কম। ব্যাঙ্ক অফার ছাড়াই, এটির দাম 15,000 টাকারও কম। কী ভাবছেন তো, কেমন ফিচার থাকবে? চিন্তার কোনও কারণ নেই, এই ফোনে একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে। 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় 6500mAh ব্যাটারি রয়েছে। রয়েছে AI ফিচার।

আসলে Vivo T4x5G 5জি ফোনের মার্কেট মূল্য 17,999 টাকা। কিন্তু কোনও ব্যাঙ্ক অফার ছাড়াই ফ্লিপকার্ট থেকে এটি মাত্র 14,499 টাকায় কেনা যাবে। অর্থাৎ এক্ষেত্রে 3500 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যদি আপনার কাছে SBI ক্রেডিট কার্ড এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি ফ্লিপকার্টে পেমেন্টের সময় 4000 টাকা ছাড় পেয়ে যাবেন। সুতরাং তখন আপনার কাছে ফোনের দাম কমে 10,499 টাকা হয়ে যাবে। এছাড়াও পুরনো ফোন বিক্রি করেও আপনি নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জের টাকা আপনার পুরনো ফোনের মডেল এবং কেমন অবস্থায় রয়েছে, তার উপর নির্ভর করবে। এবার চলুন জেনে নেওয়া যাক, Vivo T4x5G 5জি ফোনটিতে আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে…

ফিচার হিসেবে ভিভো টি4এক্স 5জি ফোনে রয়েছে 6.72-ইঞ্চি ডিসপ্লে। মিলিট্রি গ্রেড ক্ষমতাও রয়েছে। যা আপনার ফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে আপনি 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া সুপার নাইট মোডও থাকবে। এছাড়াও এই ফোনে দেওয়া হয়েছে MediaTek 7300 প্রসেসরে, যা AnTuTu স্কোর 700,000 এরও বেশি। এছাড়াও থাকবে AI Eraser এবং AI Photo Enhancement এর মতো AI ফিচার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

কম দাম, দূর্দান্ত মাইলেজ, এই সস্তা গাড়িগুলিকে চিনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ