এই মুহূর্তে

জানেন কি নম্বর প্লেট বলে দিতে পারে আপনার গাড়ি কোন শ্রেণির?   

নিজস্ব প্রতিনিধি: ভারতে নানা ভাষায় নানা পরিধানের মতনই গাড়ির নাম্বার প্লেটও ভিন্ন ভিন্ন রঙের হওয়ার থাকে, যা শুধু শনাক্তকরণের জন্য নয়, বরং গাড়ির ব্যবহার ও উদ্দেশ্য বোঝানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাম্বার প্লেটের পটভূমির রং এবং অক্ষর-সংখ্যার রঙ দেখলে সহজেই  বোঝা যায় গাড়িটি ব্যক্তিগত, বাণিজ্যিক, সরকারি নাকি বিশেষ কোনও পরিষেবার অন্তর্গত।

গাড়ির নানা রকমের প্লেটের মধ্যে সবচেয়ে পরিচিত হলো সাদা নাম্বার প্লেটের উপর কালো অক্ষর। এটি ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে  ব্যবহৃত হয় এবং সাধারণ নাগরিকদের ব্যক্তিগত যাতায়াতের যানবাহনকে নির্দেশ করে। কিন্তু আবার, হলুদ প্লেটের উপর কালো অক্ষর দেখা যায় বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে—যেমন ট্যাক্সি, বাস বা পণ্যবাহী গাড়ি। এই ধরনের গাড়ি চালানোর জন্য অনেক সময় বিশেষ লাইসেন্স ও পারমিট প্রয়োজন হয়।

এ তো গেল পেট্রোল বা ডিজেলে চলা গাড়ি, কিন্তু যে সকল গাড়ি ইলেকট্রিকে চলে, তা বোঝার উপায়? বর্তমান যুগের সকল রকমের পরিবেশবান্ধব যানবাহনের জন্য ব্যবহৃত হয় সবুজ নাম্বার প্লেট। তবে ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সবুজ নাম্বার প্লেটে সাদা অক্ষর ব্যবহার করা হয়, আর বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়িতে সবুজ প্লেটের উপর হলুদ অক্ষর থাকে। এটি গাড়ির ‘জিরো এমিশন’ পরিচয় বহন করে।

এছাড়া ভাড়ার বা সেল্ফ-ড্রাইভ গাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় কালো প্লেটের উপর হলুদ অক্ষর। এই গাড়িগুলি বাণিজ্যিক হলেও সাধারণ ড্রাইভিং লাইসেন্সেই চালানো যায়। নতুন বা এখনও স্থায়ী রেজিস্ট্রেশন না পাওয়া গাড়িতে দেখা যায় হলুদ প্লেটের উপর লাল অক্ষর, যা সাধারণত এক মাসের জন্য বৈধ।

বিশেষ শ্রেণির নাম্বার প্লেটের মধ্যে রয়েছে নীল প্লেটের উপর সাদা অক্ষর, যা কূটনীতিক ও রাষ্ট্রসংঘের কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট। আর ভারতীয় সশস্ত্র বাহিনীর গাড়িতে থাকে কালো প্লেটের ওপর সাদা অক্ষর এবং একটি বিশেষ তীরচিহ্ন বা প্রতীক। পরিশেষে জেনে রাখা বাঞ্চনীয় যে, দেশের রাষ্ট্রপতি ও রাজ্যপালের গাড়িতে কোনও নম্বর থাকেনা, তবে শুধুমাত্র লাল নম্বর প্লেটের ওপর অশোক স্তম্ভ থাকে

এইভাবে, নাম্বার প্লেটের রং ও নকশা দেখে গাড়ির ধরন, ব্যবহার এবং মর্যাদা সহজেই বোঝা যায়, যা সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মার্ট ফোনের মতোই স্লিম টিভি নিয়ে এল LG, রয়েছে আকর্ষণীয় ফিচার্স

এবার অ্যামাজন-ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই সমস্ত দুর্দান্ত মোটরসাইকেল

বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ আনল LG! ফিচার জানলে চমকে যাবেন

শনি-রবি ছুটির দাবিতে দেশব্যপী ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

স্পোর্টসবাইকের দুনিয়ার ঝড় তুলতে আসছে ইয়ামাহার এই নতুন বাইক

Airtel-এর ধামাকা! একবার রিচার্জ, সারা বছর টেনশন ফ্রি, পাবেন আনলিমিটেড কলিং মাত্র ৫টাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ