এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন দ্রুত বৃদ্ধির সুপারিশ মুখ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভায়(West Bengal State Legislative Assembly) এখন বাম ও কংগ্রেসের(Left and INC) কোনও বিধায়ক(MLA) নেই। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম ও কংগ্রেস শূণ্য। অন্ধ তৃণমূল(TMC) বিরোধিতা করতে গিয়ে ও বিজেপির সুরে সুর মিলিয়ে নিত্যদিন রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে নিশানা বানিয়ে একুশের ভোটে বিজেপিকে মাইলেজ দিয়েছিল বাম-কংগ্রেস। তাঁদের সেই ভূমিকার জন্যই বাংলার মানুষ আর তাঁদের রাজ্য বিধানসভায় ফেরত পাঠায়নি, বরঞ্চ তাঁদের রাজ্য রাজনীতিতে বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। সেই বিলুপ্তির পথ থেকে যে আর ফিরে আসা যাবে না সেটা বুঝেই এবার নিজেদের পেনশন বৃদ্ধি যাতে দ্রুত হয় তার জন্য ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই(Mamata Banerjee) হাত ধরলেন প্রাক্তন বাম= কংগ্রেস বিধায়কেরা।

চলতি বছরের শুরুর দিকেই বাংলার প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের পরই বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটি এই সুপারিশে সিলমোহর দিয়েছিল। কিন্তু এখনও রাজ্যের অর্থ দফতরের তরফে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি। সেই প্রেক্ষিতেই শনিবার রাজ্য বিধানসভায় বৈঠকে বসেন রাজ‌্য বিধানসভার প্রাক্তন বিধায়কদের ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন। সংগঠনের ১৫ জন সদস‌্য এদিন সেই বৈঠকে হাজির ছিলেন যাদের মধ্যে সকলেই বাম ও কংগ্রেসের। তাঁদের কেউ প্রাক্তন সিপিএম বিধায়ক, কেউ প্রাক্তন কংগ্রেস বিধায়ক, কেউ প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক, আবার কেউ আরএসপি’র প্রাক্তন বিধায়ক। বৈঠকের পরে তাঁরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়, রাজ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় জানিয়েছেন, ‘একবার বিধায়ক হয়েছিলেন, এমন প্রাক্তনের পেনশন এত দিন ছিল ৮ হাজার টাকা। দু’বার বা তার বেশি সময়ের বিধায়কের পেনশন ১২ হাজার টাকা। তার সঙ্গে প্রত্যেকেই চিকিৎসা বাবদ খরচ পান ৬ হাজার টাকা। সুপারিশ অনুযায়ী প্রত্যেক বিধায়ক যা পেনশন পেতেন, এবার থেকে তার দ্বিগুণ পেনশন পাওয়ার কথা। চিকিৎসার খরচ হিসাবে পাওয়ার কথা ১০ হাজার টাকা। কিন্তু বছর শেষের মুখেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। অবিলম্বে তা নিয়ে হস্তক্ষেপের দাবিতে আমরা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে আবেদন জানিয়েছি। মুখ‌্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি পরিষদীয় মন্ত্রীর মাধ্যমে পাঠাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সেটাও জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে এত অল্প টাকায় সংসার খরচ বা চিকিৎসা খরচ চলে না। সেই কারণেই পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়। আর যেখানে বর্তমান বিধায়কদের বেতন এত টাকা বাড়ানো হয়েছে, সেখানে পেনশন বাবদ এইটুকু টাকা এখনও ছাড়ছে না সরকার।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর