এই মুহূর্তে




মেসেঞ্জারে এস নতুন ফিচার, একসঙ্গে পাঁচ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ

নিজস্ব প্রতিনিধি : হোয়াটস অ্যাপের মতোই জনপ্রিয় ফেসবুকের মেসেঞ্জার। এবার মেসেঞ্জারকে আরও আরও আকর্ষণীয় করে তুলতে নতুন ফিচার নিয়ে এল মেটা। একসঙ্গে পাঁচ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে নতুন এই ফিচারে।

জানা গিয়েছে, এই ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপে না থাকলেও মেসেঞ্জার কমিউনিটিজ গ্রুপে যুক্ত হয়ে অন্যদের সঙ্গে চ্যাট করতে পারা যাবে। সাধারণত মেসেঞ্জার গ্রুপে ২৫০ জনকে যুক্ত করা যায়। সেইকারণে ২০২২ সালে মেসে়ঞ্জারে কমিউনিটি চ্যাটস চালু করে মেটা। সম্প্রতি নতুন গ্রুপ চ্যাট ফিচার রোল আউট করেছে সংস্থা। আস্তে আস্তে সব মেসেঞ্জার ইউজারদের কাছে পৌঁছোবে এই ফিচার। এই কমিউনিটি গ্রুপ পরিচালনার জন্য হোয়াটস অ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে। যারা অ্যাডমিন ফিচারের দায়িত্বে থাকবেন, তারা যেমন নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন, তেমনি কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন। মেসেঞ্জারে এই ফিচারের মাধ্যমে একসঙ্গে পাঁচ হাজার মানুষের সঙ্গে চ্যাট করা যাবে।

মেসেঞ্জারে নতুন ফিচারটি অনেকটা হোয়াটস অ্যাপ কমিউনিটি ট্যাবের মতো কাজ করলেও এই দুই ফিচারের মধ্যে পার্থক্য রয়েছে। হোয়াটস অ্যাপ কমিউনিটিসে যুক্ত হতে গেলে ফোন নম্বর প্রয়োজন, অন্যদিকে মেসে়ঞ্জার কমিউনিটিসে যুক্ত হতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন। জানা য়াচ্ছে, মেসেঞ্জার গ্রুপে সব সদস্য অন্যদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ