এই মুহূর্তে




মহালয় থেকেই দুর্যোগ শুরু বঙ্গে, নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা।তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে।মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন।মহালয়ার(Mahalaya) দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে।দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ ও ২৫ শে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে।২৫ থেকে ২৬ শে সেপ্টেম্বর এর মধ্যে তৈরি হতে পারে আরোও একটি নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।২৬ থেকে ২৯ এ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ।বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।২৯ শে সেপ্টেম্বর থেকে ২রা সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া? শুক্রবার তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ২১ সেপ্টেম্বর- মহালয়ার দিন দক্ষিণবঙ্গের(South Bengal) সমস্ত জেলায় বৃষ্টি।বৃষ্টির পরিমান বেশি থাকবে না।ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা – জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।২২ সেপ্টেম্বর- বৃষ্টির পরিমান বাড়ার সম্ভাবনা। (দক্ষিণবঙ্গে)২৩ সেপ্টেম্বর- দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। ১-২ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ সেপ্টেম্বর- কমবে বৃষ্টি। তবে হতে পারে হালকা বৃষ্টি।২৬-২৯ সেপ্টেম্বর – বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। ফলত বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

৩০ শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর – ক্রমশ বাড়বে বৃষ্টি। (দক্ষিণবঙ্গে)উত্তরবঙ্গের- বৃষ্টিপাত কম থাকবে।কলকাতা পার্শবর্তী অঞ্চল- ২২ সেপ্টেম্বর মেঘাচ্ছন্ন আকাশ। এক দু পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে। ২৪ সেপ্টেম্বর- মেঘাচ্ছন্ন আকাশ। এক দু পশলা বৃষ্টি।২৬-২৯ সেপ্টেম্বর – মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি।৩০ সেপ্টেম্বর থেকে-২ রা অক্টোবর- বৃষ্টির পরিমান বাড়বে। অর্থাৎ নবমীর রাত থেকে দুর্যোগ বাড়বে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কনৌজ থেকে বাংলায় এসেছিলেন বংশের আদিপুরুষ, একই পরিবারের তিন পুজোতে তাই মেতে ওঠে মাকড়দহ

নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে একটানা বৃষ্টি, ফের ডিভিসি’র জল ছাড়া শুরু, প্লাবনের আশঙ্কা

রাত পোহালেই মহালয়া, গঙ্গার ঘাটগুলিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি

রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হইচই ইংরেজবাজারে

পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

সিপিএম নেতার মুখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভূয়সী প্রশংসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ