এই মুহূর্তে




মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, বন্দুকবাজদের গুলিতে নিহত ২ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে শান্তি যেন সোনার পাথরবাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে যাওয়ার পাঁচ দিনের মধ্যেই ফের সেনা জওয়ানদের গাড়িতে হামলা চালাল অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজরা। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে অসম রাইফেলসের একটি ট্রাকে একদল বন্দুকধারী অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। ওই হামলায় দুই জওয়ান আহত হন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বাঁচানো যায়নি। হামলায় আরও চার জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রচুর পুলিশ ও সেনা জওয়ান। কোনও সংগঠন এখনও পর্যন্ত ওই হামলার দায় নেয়নি। 

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, এদিন সন্ধ্যায় ইম্ফল থেকে বিষ্ণুপুর যাচ্ছিল অসম রাইফেলসের একটি গাড়ি। ইম্ফল ও চূড়াচন্দ্রপুরের মাঝামাঝি নাম্বোল সবাল লেইকাইতে গাড়িটির গতিরোধ করা হয়। তার পরে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ওই অতর্কিত হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন গাড়িতে থাকা অসম রাইফেলসের জওয়ানরা। দুজনে গুরুতর আহত হয়েছেন। সেনা গাড়িতে হামলার নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা। খানিকটা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন 'এই ধরনের নাশকতামূলক কাজকর্ম কোনও মতেই বরদাস্ত করা হবে না। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য নাশকতাকারীদের কড়া হাতে মোকাবিলা করা হবে।'

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ মার্চ মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। ওই রায় ঘিরেই শুরু হয় অশান্তি। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কুকিরা পথে নামলে শুরু হয় হিংসা। গত আড়াই বছরের গোষ্ঠীহিংসার দুশোর বেশি মানুষের মৃত্যু এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রায় আড়াই বছর বাদে গত ১৪ সেপ্টেম্বর মাত্র তিন ঘন্টার জন্য মণিপুরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তাঁর সফরের পরেই নতুন করে অশান্ত হতে শুরু করেছে মণিপুর।

 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইকপ্রেমী জুবিনের গ্যারেজে ভর্তি বিলাসবহুল গাড়ি, ৭০ কোটি সম্পত্তির মালিক ছিলেন গায়ক

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ