এই মুহূর্তে




প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরের পর এবার নদিয়ার তাহেরপুরে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বলি দশম শ্রেণীর ছাত্রী। প্রেমিকের হাতে কুপিয়ে খুন হলেন পড়ুয়া। এবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণ পাহাড়গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে এলাকারই এক যুবক। তাঁর নাম প্রনজিৎ ওরফে শুভ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল শুভ। কিন্তু তাতে রাজি হয়নি ওই নাবালিকা। যার ফলে তাঁকে উত্যক্ত করতে শুরু করে যুবক। এমনকী ছাত্রীর বাড়িতে নানা সময়ে ঢিল ছুঁড়ত ওই তরুণ। নানাভাবে তাঁকে উত্যক্ত করতে থাকেন। এরপর গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রী তাঁর মামাবাড়ি যাওয়ার কথা বলে বাড়িতে বের হন। কিন্তু সে আর ফিরে আসেনি।

মাঝপথেই তাঁকে তুলে নিয়ে যায় অভিযুক্ত তরুণ। মেয়ে সময়মতো বাড়ি না ফিরলে তাঁর খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। মেয়েটির পরিবারের সদস্যরা তাঁর মামারবাড়িতেও ফোন করেন। কিন্তু তাঁরা ওই ছাত্রীর খোঁজ দিতে পারেনি। সন্দেহবশত প্রনোজিৎ ওরফে শুভকে পাকড়াও করে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। তাঁকে মারধর করতেই বেরিয়ে আসে সত্যিটা। প্রনোজিৎ জানায়, তাঁর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই বাড়ির কাছেই পুকুরের ধারে ওই ছাত্রীকে কুপিয়ে খুন করেছে সে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে তাহেরপুর থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রনোজিতের বাবা একজন পরিযায়ী শ্রমিক, ওড়িশায় থাকেন। দিন কয়েক ধরেই সে নিহত ছাত্রীটিকে উত্যক্ত করছিল। কিন্তু ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাঁকে বাড়ি তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। এই ঘটনায় এখন তদন্ত চলছে। প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রেমে প্রত্যাখ্যানের পর খুন, এমন ঘটনা বেড়েই চলেছে। দিন কয়েক আগেই কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে প্রেমিকাকে গুলি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপর নিহত তরুণীর প্রেমিক দেশরাজকে নেপালের বর্ডার থেকে গ্রেফতার করে পুলিশ। ওই তরুণী কলেজ পড়ুয়া ছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও নদিয়ার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যানের কারণে বলি হতে হল আরেক নাবালিকা কে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কনৌজ থেকে বাংলায় এসেছিলেন বংশের আদিপুরুষ, একই পরিবারের তিন পুজোতে তাই মেতে ওঠে মাকড়দহ

নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডে একটানা বৃষ্টি, ফের ডিভিসি’র জল ছাড়া শুরু, প্লাবনের আশঙ্কা

রাত পোহালেই মহালয়া, গঙ্গার ঘাটগুলিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি

রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হইচই ইংরেজবাজারে

পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

সিপিএম নেতার মুখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভূয়সী প্রশংসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ