এই মুহূর্তে




চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন অসমীয়া গায়ক জুবিন গর্গ। বিখ্যাত গায়কের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানকার সমুদ্রে স্কুবা ডাইভিং করতে নেমে শ্বাসকষ্ট বোধ করেন। তাঁকে জল থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অনেক প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি গায়ককে। যদিও কয়েকটি রিপোর্ট দাবি করেছে যে, তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এদিকে গায়কের মৃত্যুর পর নর্থ-ইস্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জুবিনের ইভেন্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধেও গুয়াহাটি থানায় কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। সিঙ্গাপুরে জুবিনের দেহ ময়নাতদন্ত হয়েছে। তাঁর দেহ দেশে ফিরেছে আগামিকাল তাঁর শেষকৃত্য।

জুবিনের মৃত্যুতে শোকাচ্ছন্ন অসম। গায়কের স্ত্রী ও পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। তাদের সমবেদনা জানাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী গায়কের বাড়িতে গিয়েছিলেন। অসমের প্রিন্স ছিলেন জুবিন। প্রায় ৪০ টি ভাষায় ৩৮,০০০ গানে তিনি কন্ঠ দিয়েছেন। শুধু গায়ক নয়, চিত্রনাট্যকর, সুরকার, প্রযোজক ছাড়াও ২৬ টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি। একাধিক প্রতিভার অধিকারী ছিলেন গায়ক জুবিন গর্গ। তাঁর মৃত্যুর পর কয়েকটি সমুদ্রতট থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায়, এর ফলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অনেকে। ইতিমধ্যেই জুবিনের ময়নাতদন্ত সিঙ্গাপুরে সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের জন্য তার মরদেহ ভারতে আনা হবে। গায়কের মরদেহ আজ রাতে দিল্লিতে পৌঁছবে এবং রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬:০০ থেকে ৭:০০ টার মধ্যে অসমের কাহিলিপাড়ার তার বাসভবনে নিয়ে যাওয়া হবে গায়কের দেহ, যাতে তার পরিবার শেষ শ্রদ্ধা জানাতে পারে।

 

এরপর তাঁর দে ভক্ত ও জনসাধারণের শ্রদ্ধার জন্যে গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে গান স্যালুটে গায়ককে চিরবিদায় জানানো হবে। ইতিমধ্যেই হিমন্ত বিশ্বশর্মা গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামের ব্যবস্থাও পর্যালোচনা করেছেন। তার কয়েকটি ছবি শেয়ার করে তিনি X-এ লিখেছেন, “কিছুক্ষণ আগে আমি গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামের ব্যবস্থা পর্যালোচনা করেছি। জুবিনের প্রতিটি শুভাকাঙ্ক্ষী যাতে নির্বিঘ্নে এবং ঝামেলামুক্তভাবে তাদের শ্রদ্ধা জানাতে পারেন তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জুবিনের মৃতদেহ অসমে পৌঁছানোর পর তার শেষকৃত্যের ব্যবস্থা করা হবে। গায়ক অসমের জনগণের অন্তর্গত ছিলেন এবং তাদেরই শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকার থাকবে। আমি জনগণের সঙ্গেও পরামর্শ করব, কারণ তাদের অজান্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই।” গর্গের জন্মস্থান জোরহাটের জনগণের দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “শবদাহ এবং স্মৃতিস্তম্ভ দুটি ভিন্ন বিষয় এবং জুবিন অসমে পৌঁছানোর পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে”। জুবিনের মৃত্যুর পর, চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজকরা অনুষ্ঠানটি বাতিল করে দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইকপ্রেমী জুবিনের গ্যারেজে ভর্তি বিলাসবহুল গাড়ি, ৭০ কোটি সম্পত্তির মালিক ছিলেন গায়ক

ঢাকায় গিয়ে চড়লেন রিকশায়, ফুচকা-ঝালমুড়িতে মজলেন পাক নায়িকা হানিয়া

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু গ্র্যামি-জয়ী গীতিকার ব্রেট জেমসের

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ