এই মুহূর্তে




নোটবাতিলের জেরেই ৬০ কোটি টাকা ঋণ! প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি শিল্পার স্বামীর

নিজস্ব প্রতিনিধি: ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আইনি বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ইতিমধ্যেই তাঁদের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশের EOW। তাঁদের বিদেশ যাওয়ার অনুমতিও খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। দিন কয়েক আগে মুম্বইয়ের EOW এর দফতরে শিল্পা শেট্টিকে প্রায় সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিযোগ, ব্যবসায়ী চুক্তির নামে দীপক কোঠারি নামে এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি টাকা লুঠ করেছে রাজ-শিল্পা।

এমনকী সেই টাকা থেকে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ। এখন এ মামলা সংক্রান্ত আরও একটি তথ্য সামনে এসেছে। যেখানে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) কাছে দেওয়া জবানবন্দিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা জানিয়েছেন যে, নোট বাতিলের কারণে তাঁর ব্যবসার বিরাট ক্ষতি হয়েছিল, তাই তিনি এই টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় ব্যবসায়ী রাজ কুন্দ্রা EOW-কে আরও জানান যে, তার সংস্থা বৈদ্যুতিক এবং গৃহস্থালী যন্ত্রপাতির ব্যবসা করত, কিন্তু নোট বাতিলের পর সংস্থাটি উল্লেখযোগ্যভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আর্থিক সংকটের কারণে কোম্পানি ঋণের টাকা পরিশোধ করতে পারেনি।

এই মামলায় রাজ কুন্দ্রার বক্তব্য দ্বিতীয়বারের মতো রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, তদন্তের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে কুন্দ্রাকে আবার তলব করা হবে। এর আগে, বম্বে হাইকোর্ট শিল্পা ও রাজের বিদেশ ভ্রমণের আবেদন খারিজ করে নির্দেশ দেয় যে, যদি তারা লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে তাদের প্রথমে ৬০ কোটি টাকা (প্রায় ১.৫ বিলিয়ন ডলার) জমা দিতে হবে। এরপর তাঁরা যেতে পারবে। আদালত তাদের বিরুদ্ধে জারি করা লুকআউট সার্কুলার (এলওসি) স্থগিত রাখতেও অস্বীকৃতি জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘রামায়ণ’-এর লক্ষণের পুত্রবধূ হলেন মুসলিম অভিনেত্রী, শাশুড়ির আশীর্বাদ পেয়ে কী বললেন সারা?

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ