এই মুহূর্তে




ফের দুর্যোগের মুখে বাংলা! ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা, নামকরণ সম্পর্কে জানুন

Courtesy - Google

 নিজস্ব প্রতিনিধি : ২৭ অক্টোবর বঙ্গোপসাগরের ওপর  তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এটির নাম হবে মোন্থা। এবার ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে থাইল্যান্ড। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি আগামী রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ অক্টোবর সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূল এলাকায়। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় এর প্রভাব বেশি পড়বে। সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকবে। প্রতি ঘূর্ণিঝড়ের সময়ে এক একটি দেশ এটির নামকরণ করে। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে থাইল্যান্ড। এটির নাম দেওয়া হয়েছে মোন্থা। থাই ভাষায় এর অর্থ সুগন্ধী ফুল। এই ঘূর্ণিঝড়ের নামকরণ বিশ্ব আবহাওয়া সংস্থা দ্বারা করা হয়।  ১৩টি সদস্য দেশ রয়েছে তারমধ্যে। বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন মূলত নামকরণ কের থাকে। এবার নামকরণ করেছে থাইল্যান্ড। প্রতিটি দেশ একটি নামের তালিকা দেয়। নামকরণের প্রাথমিক উদ্দেশ্য হল ঘূর্ণিঝড়কে সহজে সনাক্তকরণ, ট্র্যাকিং এবং দুর্যোগ সচেতনতা বৃদ্ধি করা।

নিম্নচাপ তৈরি হওয়ার পর আগামী কয়েকদিন দেশের কয়েকটি জায়গায় প্রভাব পড়বে। এই ঘূর্ণিঝড়ের ফলে সোমবার ও মঙ্গলবার তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক বা দুটি জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তিরুভাল্লুর, চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম, রানিপেট, ভিলুপ্পুরম জেলা এবং পুদুচেরির একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার  তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পরে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব বাংলার উপর তাৎপর্যপূর্ণ  হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষতি করতে পারে। পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

 জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ভাই, ‘নৈতিক’ কারণে ইস্তফা অসমের মুখ্য তথ্য কমিশনারের

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

নিকাশি নালা থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ