এই মুহূর্তে




স্কুলের চার শিক্ষক নিযুক্ত BLO’র কাজে, শিঁকেয় পড়ুয়াদের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে শুরু হয়েছে SIR -এর কাজ। ব্যতিক্রমী নয় পশ্চিমবঙ্গও। এ রাজ্যেও শুরু হয়েছে SIR। তা নিয়ে চলছে জোর চর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে SIR হবে। সেই জন্যই আজ মঙ্গলবার রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR এর কাজে নিযুক্ত হয়েছেন সরকারি কর্মচারীরা। তাঁরা BLO’র কাজ করছেন।

বহু স্কুল শিক্ষক BLO’র কাজ করছেন এবার। যদিও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে স্কুলের চাকরি সামলিয়ে BLO’র কাজ করা সম্ভব নয়। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। তাই স্কুল সামলিয়েই BLO’র কাজ করতে হচ্ছে তাঁদের। এদিকে একই স্কুলে চারজন শিক্ষক BLO’র কাজে নিযুক্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ছাত্র ছাত্রীদের পড়াশোনা। বিষয়টি ঘটেছে হাওড়ার উলুবেরিয়া ১ নম্বর ব্লকের পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গিয়েছে এই স্কুলে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত ক্লাস হয়। পড়ুয়ারা স্কুলে পড়তে আসে শিক্ষকদের ভরসায়। কিন্তু BLO দের তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে এই স্কুলের চারজনই এই কাজে নিযুক্ত। নির্বাচন কমিশন স্কুল ছেড়ে কাজের সময়ে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম দিয়ে আসতে হবে। অথচ স্কুলও বন্ধ রাখা যাবে না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্কুল শিক্ষকই যদি BLO’র কাজে নিযুক্ত হয়ে যান তাহলে স্কুল চালাবে কে ? এই বিষয়ে আপাতত উত্তর নেই কারও কাছেই।

কলকাতা সহ রাজ্যের সর্বত্র BLO দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নজরুল মঞ্চে প্রথম ধাপের প্রশিক্ষণের পরেই বিক্ষোভে ফেটে পড়েছিলেন বিএলওরা। তাঁদের দাবি ছিল, একসঙ্গে দুই কাজ তাঁরা করবেন না। শিক্ষকতা করে তারপর বিএলও-র কাজ করা সম্ভব নয়। বিএলও-কাজে সময় তাঁদের অন ডিউটি দেখাতে হবে। স্কুলের ডিউটির পরে এসআইআর-র কাজ করার নির্দেশ পালন করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন বিএলওরা। কিন্তু আন্দোলন বিক্ষোভেও বরফ গলেনি। ফলে BLO দের কাজ করতেই হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ