এই মুহূর্তে




‘বিজেপি মানুষের ভোটে নয়, নোটে জেতে’, জোড়াসাঁকো থেকে বিস্ফোরক মমতা

নিজস্ব প্রতিনিধি:  SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে। মঙ্গলবার মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেডরোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোতে মিছিল পৌঁছনোর পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী।

জোড়াসাঁকোর মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ভুয়ো খবর তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। প্রথমেই মিছিলে থাকা মানুষের প্রতি সম্মান জানান। তিনি বলেন, “অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন। অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকেই মিছিলে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

SIR নিয়ে তীব্র আক্রমণ করেছেন এদিন মমতা। তাঁর যুক্তিযুক্ত প্রশ্নবাণ বারবার ধেয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, “অনেক আনঅর্গানাইজড সেন্টার রয়েছে। কেউ হকার, তাঁরাও ভাবছে আমাদের নাম বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরাও একই কথা ভাবছে। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় না। তেমনই হিন্দি ভাষা ও ঊর্দূ ভাষায় কথা বললেও সবাই পাকিস্তানি হয়ে যায় না। তাই বলে আপনি তাঁদের তাড়িয়ে দেবেন! এই অর্ধশিক্ষিতরা স্বাধীনতার সময় ছিলই না, জন্মই হয়নি। তারা কীভাবে জানবে স্বাধীনটা আন্দোলন কী। স্বাধীনতার আগে ভারত-বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে ছিল এটাও জানে না ওরা।”

বিজেপি সরকারকে লুটেরা বলে আক্রমণ করে মমতা বলেন, “ওরা নিজেরা দেশের সবচেয়ে বড় লুটেরার দল। অনেক এজেন্সি লাগিয়েছে। ওরা জনগণের টাকা দেয় না। ওরা যে রুচিহীন ভাষায় কথা বলে, তাতে দানবকেও হার বানিয়ে দেবে। ওদের মুখ থেকে আমাদের বাংলা শেখার দরকার নেই। কয়েকজন বিজেপিতে আছে তারা ১০০ টা গাড়ি, সামনে পেছনে বডিগার্ড নিয়ে ঘোরে। তারা আবার জনগণের নেতা হবেন। মানুষকে বন্ডেড লেবার বানাচ্ছিস, লজ্জা করে না। সাহস থাকলে একা মানুষের কাছে যাও। মানুষের সঙ্গে ঘুরে মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নও। ওরা নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।”

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘কুর্সিবাবু’ বলে বিদ্রূপ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চেয়ারটাকে শ্রদ্ধা করি। কিন্তু মনে রাখবেন দালালি করার একটা লিমিট থাকে। আপনারা গণ্ডি পার করে গিয়েছেন। আমি ওদের বোঝার জন্য হিন্দিতে বলছি। বাংলা তো বলতে পারে না ওরা, টেলিপ্রম্পটার দেখে বলে।  আমাকে অভিষেক একটা লিস্ট পাঠিয়েছে। তাতে দেখছি এক জায়গায় ২০০২ সালে ৭০০ ভোটার ছিল। তাহলে নতুন লিস্টে কী করে ৫৬৭ জন ভোটারের নাম বাদ দেওয়া হল। আধার কার্ড করতে প্রত্যেক মানুষের থেকে ৫০০,১০০০ টাকা করে টাকা নিয়েছে। জনতার থেকে এত টাকা নিলে তোমরা, তারপর বলছ আধার কার্ড নাগরিওকত্বের প্রমাণ নয়। অথচ ব্যাঙ্কে গেলে আধার লিঙ্ক করতে হবে। তাই সবচেয়ে ভাল মোদি সরকারকেই দূরে হঠাও। কোনও আধার কার্ডের দরকারই হবে না। ভোটার কার্ডকে প্রমাণ হিসাবে রাখতে আমরা আন্দোলন করেছি। যদি এই তালিকা মিথ্যে হয় তাহলে আপনাদের সরকারও মিথ্যা।”

মোদি সরকারের নোটবন্দি ও অমিত শাহকে মীরজাফর বলে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, “প্রত্যেক বছর কিছু না কিছু নতুন করছে। এর আগে নোটবন্দি করল। তখন সবচেয়ে প্রথম আমি বিরোধিতা করেছিলেন। আপনারা বলুন তো কোনও কালো টাকা ফিরে এসেছে। মানুষ লাইন দিয়েছে, ১০০ জনের মতো মারা গিয়েছে। তাঁদের জন্য একটা শোক প্রস্তাব পর্যন্ত করেনি। নির্লজ্জ সরকার একটা। দেশে তো একজন মীরজাফর আছেন। তাঁর হাতে তো মানুষের রক্ত লেগে রয়েছে। মীরজাফর মানুষকে খুন করেছে, দাঙ্গা করেছে, কত মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে। আগে মানুষ বলত বাংলার মানুষ প্রতিবাদ করে। এখন গদিওয়ালারা একই কথা ভাবছে। ওরা ভাবছে ২ কোটি মানুষকে কোনওরকমে দেশ থেকে তাড়িয়ে দিলেই ওরা বাংলার দখল নিতে পারবে। ২০০৪ সালে ৩৯ শতাংশ ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়। আপনি যদি যাবেন ৩৯ শতাংশ পেয়ে আপনি ২৯৪টা সিট জিতবেন, মূর্খের স্বর্গে বাস করছে। যারা আপনাকে ভোট দিত তারা আমাকে ভোট দেবে। কারণ ওদের অস্বিত্বের নিশ্চয়তা চাই। আজ স্বাধীনতার এতদিন পর সবাইকে প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় কিনা!”  সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, “ভয় পাবেন না আমি আছি, আপনাদের দিদি আছে। আপনাদের কেউ দেশ থেকে বের করতে পারবে না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ