এই মুহূর্তে




SIR আতঙ্কে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে। মঙ্গলবার মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেডরোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোতে মিছিল পৌঁছনোর পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী।

জোড়াসাঁকোর সামনে বড় মঞ্চ করা হয়েছে। সেখানেই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চের পাশেই মৃতদের নামে কাটআউট রাখা হয়েছে। সেখানে রয়েছে, প্রদীপ কর, ক্ষিতিশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন, জাহির মালের নাম। মঞ্চে ওঠার আগে সেই তাঁদের উদ্দেশ্যে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুল দিয়ে সম্মান জানিয়েছেন। রাড রোড থেকে সাংবিধান হাতে করে জোড়াসাঁকো পর্যন্ত পৌঁছেছেন তিনি। সেই সংবিধানও তাঁদের নামের সামনে রেখেছেন।

SIR-র প্রতিবাদে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন তাঁরা। এই মিছিল সর্ব ধর্ম সমন্বয়ের মিছিল। মঙ্গলবারের এই মিছিলের মূল দাবি একটা বৈধ ভোটারও যেন বঞ্চিত না হয়। অর্থাৎ কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সে যেই ধর্ম, যে জাতির মানুষই হোননা কেন। সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত। সেটাই এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই মিছিলে হাজির রয়েছেন, এনআরসি আতঙ্কে মৃতের পরিবারের লোক। মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে মিছিলে। এদিনের মেগা র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গিয়েছে। কোথাও লেখা রয়েছে, আমার ভোট, আমার অধিকার। কোথাও লেখা রয়েছে, এনিমুরেশন ফর্ম ফিলআপ করুন, পাশে আছি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ