এই মুহূর্তে




‘প্রতিদিন মৃত্যুর হাতছানি, কিন্তু দারিদ্র্য…….’, প্রতিযোগীর জীবনযুদ্ধের গল্প শুনে চোখে জল বিগ বি-র

নিজস্ব প্রতিনিধি: চলছে দেশের জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ তম সিজন। বরাবরের মতোই সঞ্চালনায় রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। দেশের কোনে কোনে থেকে প্রতিযোগিরা এই গেম শো খেলতে যান। জিতলে পরেই কোটি কোটি টাকা তাদের হাতের মুঠোয়। তবে শুধু পুরস্কার জেতার লোভ নয়, অমিতাভের মুখোমুখি হট সিটে বসে খেলার সুযোগও প্রতিযোগীদের কাছে বড় ব্যাপার। পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে নানান গল্প করেন তিনি, নিজের অজানা কাহিনী বলার পাশাপাশি প্রতিযোগীদের জীবনকাহিনী শুনেও আবেগপ্রবণ হয়ে পড়েন মেগাস্টার। এবার আরও এক প্রতিযোগীর জীবন কাহিনী কাঁদিয়ে দিল অমিতাভকে।

আগামী পর্বে প্রতিযোগী হয়ে আসছেন একজন বিদ্যুৎ মিস্ত্রি। প্রোমো অনুযায়ী, তিনি অভিনেতাকে তাঁর জীবন যুদ্ধের বিষয়ে কথা বলবেন। প্রতিযোগী সোনু বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ করেন। জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন তিনি পেট চালানোর দায়ে। আর জীবন যুদ্ধের এই কথা বলতে বলতেই তিনি অমিতাভের সামনে কেঁদে ফেলেন। সোনু বলেন, ‘আমাদের কাজ খুবই বিপজ্জনক, বৈদ্যুতিক খুঁটিতে ওঠা, রক্ষণাবেক্ষণ, কখন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাব জানি না। আমি যখন কাজে যাই, আমার পরিবারও আতঙ্কে থাকেন। কিন্তু এছাড়া উপায় নেই। পরিবারের ভরণপোষণের দায়িত্ব আমার কাঁধে।তাই মৃত্যুর মুখোমুখি হব, তা ভেবেও প্রতিদিন কাজে যেতে হয়। আমি কাজ না করলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে।’ সোনুর এই কথাগুলো শুনে অমিতাভের চোখে জল চলে আসে। তিনি তাঁকে সালাম জানান।

সোনু আরও বলেন, ‘সামান্য বৈদ্যুতিক শকও আমার পা ভেঙে দিতে পারে। আমার মাথা ফেটে যেতে পারে। আমি মারাও যেতে পারে। যদিও আমি এর আগে পাঁচবার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি। প্রতিবারই মৃত্যুই থেকে বেঁচে ফিরেছি। সাহসের সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি।’ আর সোনুর এই কাহিনী অমিতাভের হৃদয় ছোঁয়, এবং তিনি তাঁর প্রশংসা করেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

‘সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না’, চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ