এই মুহূর্তে




‘মানুষের ছোবল তো খাওনি, এবার খেতে হবে’- SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারকে কুর্সিবাবু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: জোড়াসাঁকোর মঞ্চ থেকে SIR ইস্যুতে মঙ্গলবার বারবার দিল্লির নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তাঁকে আক্রমণ করেছেন কুর্সিবাবু বলে।

মুখ্যমন্ত্রীর কথায়, “শেষ SIR বাংলায় হয়েছিল ২০০১ সালের নির্বাচনের পর। ২০০৪ সালে লোকসভার নির্বাচন হয়। সেই লিস্টে নির্বাচন হয়েছিল। পুরো SIR প্রক্রিয়া করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। এখন যিনি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মোদি বাবু ও অমিত সাহকে সন্তুষ্ট করার জন্য সেই কুর্সি বাবু, আপনার ইতিহাস পাতিহাস হবে। এক জনেরও যদি নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে দেব। আমিও অনেক কিছু জানি।

তাঁর আরও সংযোজন, “অভিষেককে বলছে তোর পিসির জন্মের সার্টিফিকেট নিয়ে আয়। ওরা পিসি মাসিকে সম্মান করে না। আমরা তো জন্মেই চলে এসেছি, বাড়িতেই আমাদের জন্ম। কোথা থেকে বার্থ সার্টিফিকেট আসবে। স্কুলে ভর্তির সময় জন্ম তারিখ দেওয়া হয়েছিল। আমি সাত বারের সাংসদ, তিন বারের মুখ্যমন্ত্রী, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কৈফিয়ৎ দিতে হবে আমার ডেট অফ বার্থ নিয়ে।

বারবার কুর্সিবাবু বলে অভিহিত করে জ্ঞানেশ কুমারকে রীতিমতো তোপ দেগে বলেছেন, “ইলেকজশন বাউন্ড চারটে রাজ্য। অসমে ডাবল ইঞ্জিন সরকার যেখানে চলে সেখানে কেন কুর্সিবাবু SIR করলেন না? বারবার বলছে বাংলায় রোহিঙ্গা ঢুকছে। আমাদের তো বর্ডার নেই। রোহিঙ্গা আসলে কি বাংলা দিয়ে আসছে? কুর্সি বাবু চ্যালেঞ্জ করছি তোমায়, নর্থ ইস্টে নির্বাচন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা, অসম হয়েও আসে। বিজেপি গোখরো সাপ হয়ে গিয়েছে। মানুষের ছোবল তো খাওনি, এবার খেতে হবে।” 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ