এই মুহূর্তে




২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। নতুন ফোন আসতে চলেছে বাজারে। নতুন ফোন Galaxy S26 series-র স্মার্টফোন আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে Samsung সেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

জানা গিয়েছে, তিনটি নতুন মডেলে এই ফোন আসতে চলেছে। বড় আপগ্রেড থাকতে পারে।  এতে Galaxy S26 Pro, Galaxy S26 Edge, এবং Galaxy S26 Ultra ফোন আসতে পারে বলে মনে করা হচ্ছে। Samsung Galaxy S26 ultra ফোন সম্পর্কে আরও বেশ কিছু বিষয়ে জানা যাবে।

Samsung বছরের পর বছর ধরে নির্দিষ্ট সময়ে Galaxy S-Series আনার জন্য পলো করে। মনে করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে আসতে পারে। তারপর কিছুদিন অপেক্ষা করে মার্চমাসে সেটি ভারতের বাজারে আসতে পারে। ভারতে এই ফোনটি এলে তার দাম সম্পর্কে জানানো হয়েছে, সেটি ১ লক্ষ ৫৯ হাজার ৯৯৯টাকায়। এই দামে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ফোনের ফিচারের দিকে নজর দিলে দেখা যাবে, Galaxy S26 Ultra ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স,৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলের জন্য থাকতে পারে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চি OLED ডিসপ্লে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লেতে সম্ভবত ৩ হাজার নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ডিভাইসকে পাওয়ার দিতে থাকতে পারে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

কম দাম, দূর্দান্ত মাইলেজ, এই সস্তা গাড়িগুলিকে চিনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ