এই মুহূর্তে




সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে ফোনের ব্যবহার সর্বত্র। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোনই নিত্যসঙ্গী। কয়েকঘণ্টা ফোন ছাড়া থাকা কল্পনাতীত। সময়ের সঙ্গে সঙ্গে প্রায়ই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। নতুন নতুন ফিচার নিয়ে তৈরি হচ্ছে স্মার্টফোন। একটার থেকে আর একটা আরও বেশি উন্নত হয়ে বাজারে আসছে। প্রায় নিত্য নতুন স্মার্টফোন লঞ্চ করছে ওয়ানপ্লাস। প্রতি মুহূর্তে সব কোম্পানিগুলো নিজেকে গ্রাহকদের কাছে তুলে ধরতে চাইছে। কে কতটা ছাড় দিয়ে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে তারই প্রতিযোগীতা চলতে থাকে মুহুর্মুহু।

ওয়ানপ্লাসের পাওয়ারফুল স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। চলতি মাসেই ভারতের বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস ১৫। তার আগে ওয়ানপ্লাস ১৩ ফোনটি সস্তা হল। এই ফোনে রয়েছে ৭৩০০ মেগাহার্জ শক্তিশালী ব্যাটারি।  এটি একটি গেম চেঞ্জার ফোন বলে পরিচিত। এই ফোনে রয়েছে, দুর্দান্ত ক্যামেরা সিস্টাম এবং পাওয়ারফুল Snapdragon প্রসেসর রয়েছে। কেউ যদি দীর্ঘ সময় ধরে এই ফোনটি কেনার কথা ভেবেন, তাহলে এখনই সেই সুযোগ।

জানা গিয়েছে, ওয়ানপ্লাস ১৩-র ফোনটি ভারতে যখন এসেছিল তখন এটির দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। অ্যামাজনে সেই ফোনটি কেনা যাবে ৬৩.৯৯৯ টাকায়।  12GB RAM+256GB স্টোরেজ মডেলটির দাম অনেকটাই কমেছে। ছাড়ের পর ওয়ানপ্লাসের এই শক্তিশালী ফোনটি 6000 টাকা সস্তা হয় গেছে। ওয়ানপ্লাস ১৩ ফোনে 6.82 ইঞ্চি LTPO 4.1 AMOLED ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে ডলবি ভিসন সাপোর্ট, সেরামিক গ্লাস শিল্ড প্রোটেকশন পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১৩ ফোনটি Snapdragon 8 Elite চিপসেট, Adreno 830 GPU গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের পারফরম্যান্স করে।

ফোটোগ্রাফর ক্ষেত্রেও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা, 3X অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এটিতে ১০০ ওয়াট চার্জ, ৫০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এটিতে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি কাজ করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

কম দাম, দূর্দান্ত মাইলেজ, এই সস্তা গাড়িগুলিকে চিনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ