এই মুহূর্তে




১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। রেডমি, রিয়েলমি, ভিভো,  মোটোরলা, সামসাং, ওপ্পো। সবাই নতুন নতুন ফোন নিয়ে আসাছে বাজারে। ওপ্পো তাঁদের রেনো স্মার্টফোনকে আরও উন্নত করে বাজারে নিয়ে আসছে। সেই ফোনেই এবার ছাড় দিচ্ছে সংস্থা।

কেউ যদি ২৫ হাজারের কম দাম ফোন কিনতে চায়, তাহলে তাঁরা OPPO Reno 13 ফোনটি কিনতে পারেন। অ্যামাজনে ছাড় দেওয়া হচ্ছে এই ফোনের ওপরে। প্রায় ১৪ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ফোনটি। এই ফোনটি স্লিক ডিজাইনের। এটির শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্ধর্ষ ক্যামেরা ফিচার রয়েছে। এটি হাই-এন্ড মডেলকে টেক্কা দিতে পারে। এমন সময় আপনি যদি মোবাইল ফটোগ্রাফি, গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য ফোন খোঁজেন, তাহলে এই ফোনটি কিনতে পারেন। এই ফোনের আসল দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা। এই ফোনটি কিনতে গেলে অ্যআমাজনে পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়। এর অর্থ ফোনটি প্রায় ১৪ হাজার টাকা সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে। রয়েছে এক্সচেঞ্জ অফারও।

ফোনটির ফিচারের কথা বললে, OPPO Reno 13 স্মার্টফোনে 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে পাওয়ারফুল MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া যা 8GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। ক্যামেরার কথা বললে দেখা যাবে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা পাওয়া যাবে। এতে রয়েছে ৫৬০০ মেগাহার্জ ব্যাটারি।রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

কম দাম, দূর্দান্ত মাইলেজ, এই সস্তা গাড়িগুলিকে চিনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ