এই মুহূর্তে




জামাইবাবুকে বিয়ে, প্রথম সাক্ষাতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়েন, রহস্যে মোড়া কামিনী কৌশলের জীবনী

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া! পঙ্কজ ধীর, গোবর্ধন আসরানি, সতীশ শাহ-র পর বলিউড হারাল আরও এক কিংবদন্তিকে। শুক্রবার (১৪ নভেম্বর) দীর্ঘকালীন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মারা গিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। প্রায় সাত দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করেছেন। ধর্মেন্দ্র, দেবানন্দ, দিলীপ কুমার-সহ একাধিক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। দিয়েছেন একাধিক ব্লকবাস্টার হিট। তবে শেষ বয়সে অভিনয় থেকে অনেকটা দূরে সরে আসেন কামিনী কৌশল। কারণ তাঁর অসুস্থতা। তাঁকে শেষ দেখা গিয়েছিল, আমির খানের ‘লাল সিং চাড্ডা’-তে, পাশাপাশি চেন্নাই এক্সপ্রেসে তিনি শাহরুখ খানের দিদিমার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে বলিউড মানেই রহস্যে মোড়া। অভিনেত্রী কামিনী কৌশলের প্রাথমিক জীবনও ছিল রহস্যে ঘেরা। ১৯৪০ থেকে ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে তিনি ছিলেন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। সেই সময় তাঁর কেরিয়ার তরতর করে উপরে উঠছিল। অনেক অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

ধর্মেন্দ্র ছিলেন সেই তারকাদের মধ্যে একজন। কামিনী তাঁর সঙ্গে প্রায় চারটি ছবিতে অভিনয় করেছিলেন। বেশ কয়েক বছর আগে, ধর্মেন্দ্র ইনস্টাগ্রামে অভিনেত্রীর সঙ্গে তার একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। যেখানে তিনি তার প্রথম ছবির নায়িকা কামিনী কৌশলের সঙ্গে দেখা করার অনুভূতি প্রকাশ করেছিলেন। ধর্মেন্দ্র তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমার জীবনের প্রথম ছবি, প্রথম ছবি ‘শহিদ’-এর নায়িকা কামিনী কৌশলের প্রথম সাক্ষাৎ। দুজনের মুখেই আনন্দ। একটা প্রেমময় পরিচয়।’ যদিও ১৯৪৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার এবং কামিনী কৌশল। কামিনী কৌশল প্রায় ২০ বছর চলচ্চিত্রে একজন নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৪০-এর দশক থেকে, এই অভিনেত্রী প্রায় ৯০টি ছবিতে অভিনয় করেছিলেন। তিনি একজন সুপরিচিত টেলিভিশন ব্যক্তিত্বও ছিলেন। ১৯৪৬ সালে “নীচে নাগর” ছবির মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক ঘটে, যা তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। কেননা অভিনেত্রীর ছবিটি কান চলচ্চিত্র উৎসবে একটি পুরষ্কার জিতেছিল।

বলা হয় যে, তিনি ১৯৪০-এর দশকের শেষের দিকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন। তার অবদানের জন্য তিনি ২০১৫ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কামিনী কৌশলের আসল নাম ছিল উমা কাশ্যপ। তিনি ১৯২৭ সালে বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে, কামিনী কৌশল বি.এস. সুদকে বিয়ে করেন, যার সঙ্গে তার পাঁচ সন্তান রয়েছে। তবে অভিনেত্রীর বিবাহের গল্পটিও ফিল্মি। কেনান তার স্বামীর সঙ্গে প্রথমে তার দিদির বিয়ে হয়েছিল, কিন্তু তিনি একটি দুর্ঘটনায় মারা যান এবং দুটি কন্যা রেখে যান। এরপর দিদির সন্তানকে কামিনী দেখাশোনা করতে শুরু করেন, তখনই জামাইবাবুর চোখে লেগে যান তিনি এবং বি.এস. সুদের সঙ্গেই তার বিয়ে হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘স্বপ্নের মতো লাগছে’, RJD-কে হারিয়ে আলিনগর থেকে জয়ের পথে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর

শাহরুখ খানের ‘দিদিমা’ আর নেই! ৯৮ বছরে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল

তারকা-কন্যার প্রচারেও খুলল না ভাগ্য, ভাগলপুরে বিজেপির কাছে পিছিয়ে নেহার বাবা অজিত শর্মা

পবন সিংহের স্ত্রীর ভাগ্য ঝুলে! বিপুল সংখ্যক ভোটে পিছিয়ে নির্দল প্রার্থী জ্যোতি, কারাকাটে এগিয়ে NDA

শ্রেয়া ঘোষালের কটকের কনসার্টে চরম বিশৃঙ্খলা, পদদলিত হয়ে আহত বহু ভক্ত

বিহার নির্বাচন ২০২৫: বিজেপির মাস্টারস্ট্রোক, আলিননগর থেকে প্রচুর সংখ্যক ভোটে এগিয়ে মৈথিলী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ