এই মুহূর্তে

‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা, দাবি সেনাপ্রধান দ্বিবেদির

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে রক্ত ঝড়ালে ফল কতটা মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে বুঝেছে পাকিস্তান। ২০২৫ সালে বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরীর প্রাণ যাওয়ার পর ওপারেশন সিঁদুরে পাক জঙ্গি ঘাঁটি দেয় ভারতীয় সেনা। ভারতের হামলার কথা স্বীকার করেছে একাধিক পাক শীর্ষ কর্তা। এবার ভারতের সেনাপ্রধান উপেন্দ্র  দ্বিবেদি দাবি করেছেন ‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা।

  সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি সোমবার  মানেকো সেন্টারে  বার্ষিক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন যে আন্তর্জাতিক সীমানা এবং  এলওসি বরাবর আটটি জঙ্গি শিবির রয়েছে যেখানে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সেনাবাহিনী তাদের উপর কড়া নজর রাখছে। যদি একটিও ভুল করা হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন সেনাপ্রধান। সন্ত্রাসবাদই কার্যক্রম নিয়ে সেনাপ্রধান পাকিস্তানকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ দমনে ভারতের অভিযান  ‘অপারেশন সিঁদুর’-এর কথা। সেই সঙ্গেই জানিয়েছেন ভারতের অভিযানে শুধু সন্ত্রাসবাদীরা নয় মৃত্যু হয়েছে ১০০ জন পাক সেনারও। সেনাপ্রধান জানিয়েছেন অভিযান এখনও চলছে। ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল তবে নিয়ন্ত্রণে রয়েছে।  

এদিন চিন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন,  উত্তর সীমান্তে (চিনের সাথে) পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তিনি জানিয়েছেন পরিস্থিতি স্থিতিশীল, তবে সতর্কতা জারি রয়েছে। সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।  সেনাপ্রধান এটাও জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলে পরিস্থিতি উন্নত হয়েছে। মায়ানমারের নির্বাচন শেষ হওয়ার পর, ভারত ও মায়ানমারের সেনাবাহিনী আরও ভালোভাবে সহযোগিতা করতে সক্ষম হবে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে, উত্তর-পূর্বের পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রতিটি কুকুরের কামড়ের জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যগুলিকে: সুপ্রিম কোর্ট

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

এসআইআর নিয়ে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টে, কী বলল সর্বোচ্চ আদালত?‌

কানাডায় সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, শাগরেদ আছে ভারতে

প্রেমিকের সঙ্গে পালানোর শাস্তি, থানায় ঢুকে স্ত্রীকে গুলি করে মারলেন স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ