এই মুহূর্তে




জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে রাতেই চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ও ঢাকা: কুখ্যাত জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালাল জামায়াতের সন্ত্রাসীরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের সরিয়ে দিয়েছে। অন্যদিকে, ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা সারজিস আলম। রাত ১১টার দিকে ফেসবুকে তিনি এহেন হুমকিমূলক পোস্টটি দিয়েছেন।                                              হাদির মৃত্যুর খবর প্রকাশের পরেই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের ২ নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা। অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সিঙ্গাপুরে অস্ত্রোপচার শেষে মৃত্যু হয়েছে হাদির। যিনি গত ১২ ডিসেম্বর ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রথমে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করালেও পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হাদির মৃত্যুর পর সারজিস তাঁর পোস্টে লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার, যতক্ষণ না পর্যন্ত না শহিদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দিবে ভারত, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war!’ ওসমান হাদির মৃত্যুর খবরটি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হয়েছেন।’ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) ভোটপ্রচারে বেরিয়ে প্রাণঘাতী হামলার শিকার হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মূল কাণ্ডারি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমনকী তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূলপাণ্ডাও ছিলেন। টানা ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৃত্যু হয়েছে তাঁর। সিঙ্গাপুরে অস্ত্রোপচার শেষে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেছেন, আজ বিকেল ৫টা নাগাদ (বাংলাদেশের সময় অনুযায়ী) ওসমান হাদির পরিবার তাঁর অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর খবর দেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দেহ কবে দেশে ফেরানো হবে সেটাও পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় ভোট প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুইজন দুষ্কৃতী তাঁর মাথায় গুলি করে পালায়।এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দেওয়া জঙ্গি হাদিকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনূসের

বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাণ্ডা শরিফ হাদি খতম

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

ঠাঁই হবে না, প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিল বিএসএফ

ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ