-273ºc,
Friday, 2nd June, 2023 4:19 am
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার দুপুরে চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি লরি খাদে পড়ে ছয়জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও নয়জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পথ দুর্ঘটনায় নিহত ও আহতরা বম সম্প্রদায়ের। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।
রুমার উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) মামুন শিবলী জানান, এদিন দুপুরে রেমাক্রি প্রেংসা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের থাইচংপাড়ার বেশ কয়েকজন মহিলা বাগানের কাজ শেষে লরিতে চেপে পাহাড় থেকে ফিরছিলেন। পাহাড় থেকে নামার সময়ে রুমা-বগালেক সড়কে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের একটি লরিকে ধাক্কা মারে। চোখের নিমেষেই দুটি লরি পাহাড়ি রাস্তা থেকে নিচের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। আহত ও নিহতদের উদ্ধার করে আহত অবস্থায় রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দুজন মারা যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গতকাল পদ্মা সেতুতে ওঠার মুখেই খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। নিমিষেই রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।