এই মুহূর্তে

বাংলাদেশ সেনাবাহিনীর উপদেষ্টা পদে বসানো হচ্ছে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসান হতেই দীর্ঘ ৫০ বছর বাদে ফের প্রকাশ্যে আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম। যিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মেজর ডালিম’ হিসাবেই পরিচিত। যদিও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌজন্যে পদোন্নতি পেয়ে তিনি পরে অবশ্য লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই খুনিকেই এবার রাজনৈতিক পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ উপদেষ্টা পদে মেজর ডালিমকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে কাউকে নিয়োগ করা হচ্ছে। সূত্রের খবর, বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ উপদেষ্টা পদে নিয়োগের মূল উদ্যোগী জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ইতিমধ্যেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমকে দেশে ফিরে আসার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে। খুব শিগগিরই দেশে ফিরে আসছেন শেখ মুজিবের খুনি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চুরি ও লম্পটগিরির অপরাধে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছেন মেজর শরিফুল হক ডালিমকে। আর সেই আক্রোশ মেটাতেই পাকিস্তান সেনাবাহিনীর সতীর্থ সৈয়দ ফারুখ রহমান, খন্দকার আবদুল রশিদ, কর্নেল আবু তাহেরদের সঙ্গে ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে খুন করেছিলেন। ইতিহাসে জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত।  শেখ মুজিবের খুনের পরেই মেজর ডালিম, সৈয়দ ফারুখদের সেনাবাহিনীতে পদোন্নতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেনিয়ার বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত থাকাকালীন ফের চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মিশনের নামে শুল্কমুক্ত  গাড়ি ও মদ কিনে তা বিক্রি করে দিয়েছিলেন নাইরোবিতে। শুধু তাই নয়, মিশনের কর্মচারি ও কর্মকর্তাদের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থও হাতিয়ে নিয়েছিলেন। ওই মারাত্মক অভিযোগ ওঠার পরেই কেনিয়ার দূতাবাসের চাকরি হারাতে হয়েছিল তাঁকে।

সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনী থেকে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সরিয়ে জামায়াত ইসলামী ও মুসলিম মৌলবাদীদের দখলদারিত্ব কায়েম করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। সেক্ষেত্রে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের উপদেষ্টা পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা মনেপ্রাণে কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী। উপদেষ্টা হিসাবে যাদের নিয়োগ করা হচ্ছে সেই তালিকায় এক নম্বরে নাম রয়েছে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের। তার সঙ্গেই উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্যট জেনারেল এটিএম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জহুরুল আলম, প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া সহ আরও বেশ কয়েকজন। মূলত সেনাবাহিনীতে বিদেশি অস্ত্র কেনা, পদোন্নতি এবং প্রশিক্ষণের বিষয়টি দেখভাল করবেন নয়া উপদেষ্টারা। সেনাতে উপদেষ্টা পদ সৃষ্টি নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সম্মতিও নিয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুক্তির আগেই কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করল ইউনূস সরকার

দু:সময় ! ঘর ভাঙল হাসিনা পুত্র জয়ের

ভয়ঙ্কর ঘটনা,চট্টগ্রাম অস্ত্রপাচার মামলায় বেকসুর খালাস ভারতের জঙ্গিদের অস্ত্র জোগানদাতা

রূপের ছটায় তাজ্জব নেটিজেন, লাল পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন ওপার বাংলার জয়া

‘অল্প বিদ্যা ভয়ঙ্করী’, ভুল ইংরেজি বলে পাকড়াও ভুয়ো মহিলা চিকিৎসক

ঢাকায় প্লট বরাদ্দ নিয়ে এবার হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু ইউনূস সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর