26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:43 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কষ্ট করলে কেষ্ট মেলে। আর্থিক সংকটে (financial crisis) জেরে বাংলাদেশবাসী এমনিতে কষ্ট করে দিন কাটাচ্ছে। তাদের আরও একটু কষ্ট করার পরামর্শ দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। দেশবাসীকে (fellow countryman) তিনি আটার রুটির (Wheat bread) বদলে চালের রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী (minister) বলেন, আটার রুটি খেতে হলে সরকারকে গম আমদানি করতে হবে। গম আমদানি করতে গেলে টাকা খরচ করতে হবে। আর আমদানি না করলে সরকারের সাশ্রয় হবে।
রবিবার সকালে রাজধানীর (capital) নিউ ইস্কাটনে বিয়ান ভবনের মাল্টিপারপাস হলে একটি আলোচনাচক্রে বক্তব্য রাখছিলেন ধর্ম প্রতিপন্ত্রী (minister for state on religion) ফরিদুল হক খান। আলোচনার বিষয় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, ‘গমের রুটি খাব না। গমের রুটি না খেলে গম আমদানি করতে হবে না। দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডারে টানাটানি পড়বে না। টানাটানি পড়বে না ডলারে।’
মন্ত্রীর কথায়, সবাই আটার রুটি (Wheat bread) খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। তিন মাস আটার রুটি না খেলে কী হয়ে সেটা দেখলেই বা ক্ষতি কী? গমের রুটির বদলে চালের রুটি খাওয়ার অসুবিধে কোথায়? আর মূল্যবৃদ্ধি (price hike) প্রসঙ্গে যা বলেছেন, সেটা আরও চমকপ্রদ। তাঁর মতে, সবাই দাম বেড়েছে বলে চিল চিৎকার জুড়ে দিয়েছে। বেড়েছে খুব সামান্য (slightly)। আর তাতেই মানুষ অস্থির হয়ে উঠছে। দেশবাসী বুঝতে পারছে না এই মূল্যবৃদ্ধির জন্য হাসিনা সরকার দায়ী নয়, দায়ী ইউক্রেন-রাশিয়া (Russia-Ukraine war) যুদ্ধ পরিস্থিতি।