এই মুহূর্তে

‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’, বলেই কিশোরকে মারধর বাংলাদেশি তালিবানিদের

নিজস্ব প্রতিনিধি: তালিবানি শাসন চলছে বাংলাদেশে। যত দিন যাচ্ছে পদ্মা পাড়ের দেশে উন্নতির বদলে চরম অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। ‘হাফপ্যান্ট পরছোস ক্যান, পাজামা নাই’ এই বলেই কিশোরের উপর চরম নির্যাতন চালাল বাংলাদেশি তালিবানরা। এই খবর সামনে আসার পর নিন্দার ঝড় বয়ে গিয়েছে।  

স্কুলে ফুটবল টুর্নামেন্টের জন্য স্কুলছাত্ররা জার্সি আর হাফপ্যান্ট পরে স্কুলের কাছের মাঠে বেশ কয়েক দিন ধরে প্র্যাকটিস করছে । স্কুলেরই শিক্ষকদের তত্ত্বাবধান হচ্ছে এই অনুশীলন। তাঁরা সকলেই লালমাটিয়ার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র। তাঁদের মধ্যে কয়েক ছাত্র পাশেই কোচিং সেন্টারে পড়াশোনা করেন। অনুশীলনের পর সময় না থাকায় তাঁরা সরাসরি হাফপ্যান্ট-জার্সি পরেই চলে যায় কোচিং সেন্টারে। তেমননি বুধবার এক কিশোর প্র্যাকটিস শেষে বন্ধুদের সঙ্গে গিয়েছিল কোচিংয়ের ক্লাসে। জানা গিয়েছে কোচিংয়ের ক্লাস শেষে হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ফেরার সময় কিশোরের মাথার পেছনে হঠাৎ করে কেউ চাঁটি মারে। তখন বছর ১৬ কিশোর পিছন ঘুরে তাকাতেই দেখেন ২২ থেকে ২৩ বছরের অচেনা দুই তরুণ তাঁকে মারতে উদ্যত হয়। মারমুখী হয়ে একজন প্রশ্ন করেন, ‘এই তুই হাফপ্যান্ট পরছোস ক্যান? তোর বাড়িতে পাজামা নাই?’ তার উত্তরে কিশোর জানায়, সে ফুটবল প্র্যাকটিস করার পর ক্লাসে গিয়েছিল তাই এই পোশাক। এই কোথা শুনেই দুজন অজানা তরুণ গালাগালি করে কিশোরের ওপর আক্রমণ শুরু করে বলে অভিযোগ। 

আরও পড়ুন: জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে আসে নির্যাতিত কিশোরের এই আত্মীয় ঘটনাটি ফেসবুজে পোস্ট করার পরেই। কিশোরের মা ঘটনার সত্যাতা জানিয়েছেন। কিশোরের মা জানিয়েছেন তিনি এক সময় সাংবাদিকতা করতেন। স্বামী ব্যবসায়ী। তাঁর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে নির্যাতিত কিশোর দ্বিতীয় সন্তান। তাঁর সন্তান ইংরেজি মাধ্যমের ওই স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ধানমন্ডির বাসিন্দা তাঁরা। কিশোরের মা জানিয়েছেন হাফপ্যান্ট পরার কারণে হামালার ঘটনা তাঁর ছেলে মেনে নিতে পারছেন না ঘটনায় সে বিষাদগ্রস্ত। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনের ইন্ধনে ভোটের মুখেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের

হিযবুত জঙ্গি হাদির ভাইকে ব্রিটেনে দূত হিসাবে নিয়োগ দিল ইউনূস সরকার

জোর ধাক্কা জামায়াতের নেতৃত্বাধীন জোটের, ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলাম আন্দোলন বাংলাদেশের

পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল যুগলকে

ঢাকার উত্তরায় বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ৬ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ