এই মুহূর্তে




‘একাত্তরে গণহত্যা চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা’, পাক হানাদারদের আড়াল করতে নয়া তত্ত্ব জামায়াতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাক সেনাদের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে একাত্তরে বাংলাদেশকে যারা স্বাধীন করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদেরই গণহত্যাকারী আখ্যা দিল পাক-প্রেমী বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাও আবার ৫৫ তম বিজয় দিবসের দিন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যখন গোটা দেশের মানুষ দেশের স্বাধীনতা উদযাপনে মেতে উঠেছেন ঠিক তখনই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাত্তরের লড়াই নিয়ে নয়া তত্ত্ব হাজির করা হয়েছে। দাবি করা হয়েছে, ‘একাত্তরের ২৫ মার্চের আগে মুক্তিযোদ্ধারাই গণহত্যা শুরু করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ২৫ মার্চ নিজেদের রক্ষায় পাল্টা ক্র্যাকডাউন শুরু করেছিল পাকিস্তানি সেনারা।’

বিজয় দিবস উপলক্ষে এদিন চট্টগ্রামে বিশেষ সশস্ত্র মিছিলের আযোজন করেছিল মুক্তিযুদ্ধের সময়ে কসাইয়ের দল হিসাবে পরিচিত আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনীর উত্তরসূরি জামায়াতে ইসলামী। শোভাযাত্রা শেষে বদ্দারহাট মোড়ে এক সভায় চট্টগ্রামের জামায়াতের আমির (সভাপতি)মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন লড়াই নিয়ে গত ৫৪ বছর ধরে ভুল বোঝানো হয়েছে মানুষকে। ২৫ মার্চ রাতের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি। আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে। মূলত একাত্তরের ২৫ মার্চের আগে দেশজুড়ে গণহত্যা শুরু করেছিল শেখ মুজিবের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা। মুসলিমদের বেছে-বেছে খুন করা হয়েছিল। বিহারিদের (পাকিস্তানি) বাড়ি-ঘর লুট করা হয়েছিল। তারই প্রতিক্রিয়ায় মুসলিমদের বাঁচাতে, আলেম-ওলামাদের রক্ষা করতে ক্র্যাকডাউন করেছিল পাকিস্তানি সেনারা। সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’

জামায়াতের শীর্ষ নেতার এই আজব দাবিকে একশো শতাংশ সত্য বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধের আন্যতম কমান্ডার তথা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মাহফুজুর রহমান। তিনি ‘প্রথম আলো’কে বলেন, ‘জামায়াতের এই দাবি শতকরা ১০০ ভাগ ভুয়ো। এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য আছে। মুজিব বাহিনী গঠিত হয়েছিল ১৯৭১ এর জুন-জুলাইয়ের সময়। আর মুজিব বাহিনীর গণহত্যা চালানোর কোনও সুযোগ নেই। জামায়াত মুজিব বাহিনীর সদস্যদের আওয়ামী লীগ মনে করে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছে। কিন্তু মুজিব বাহিনীর ৭০ থেকে ৮০ ভাগ সদস্য পরবর্তী সময়ে জাসদ করতেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘নির্বাচন নিয়ে জ্ঞান দিতে আসবেন না’, দিল্লিকে হুঁশিয়ারি ইউনূসের বিদেশ উপদেষ্টার

সেভেন সিস্টার্সে হামলা চালাতে বাংলাদেশি মেয়েদের নিয়ে ফিঁদায়ে বাহিনী মাসুদ আজহারের জয়েশের

বাংলাদেশি জঙ্গিদের হামলার আশঙ্কায় বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি, বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘প্রাণ বাঁচাতে’ ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী, জোর ধাক্কা খালেদার দলের

‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মৃত সোহরাওয়ার্দি-ফজলুল হক’, নয়া ইতিহাস পাঠ মোল্লা ইউনূসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ