এই মুহূর্তে




ঢাকার মন্দিরে হামলা মৌলবাদীদের, দুর্গামণ্ডপ সরাতে ২৪ ঘন্টার সময় দিল




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দু নির্যাতন থামার নাম গন্ধ নেই। এবার খোদ রাজধানী ঢাকার এক দুর্গামণ্ডপে হামলা চালাল মুসলিম মৌলবাদীরা। মণ্ডপ ভাঙচুর করার পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে মন্দির ভেঙে দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। মন্দির কমিটির একাধিক সদস্য অভিযোগ করেছেন, হামলার সময়ে পুলিশকে বার বার ফোন করা সত্বেও কোনও সাহায্য পাওয়া যায়নি। বরং স্থানীয় থানার এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ‘মৌলবাদীরা যখন চাইছে না তখন মন্দির সরিয়ে ফেলা হোক।’ হামলার পরেই আতঙ্কে কাটাচ্ছেন মন্দির কমিটির সদস্য সহ স্থানীয় হিন্দু বাসিন্দারা।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তরফে জানানো হয়েছে, ঢাকার খিলখেতে দীর্ঘদিন ধরেই একটি দুর্গামন্দির রয়েছে। স্থানীয়দের কাছে তা খিলখেত সর্বজনীন দুর্গামন্দির হিসাবেই পরিচিত। গতকাল সোমবার (২৩ জুন) রাত এগারোটা নাগাদ ওই মন্দিরে চড়াও হন জামায়াত ইসলামী-ইসলামী শাসনতন্ত্র সহ একাধিক মুসলিম মৌলবাদী সংগঠনের সদস্যরা। তারা মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। মন্দির কমিটির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। মন্দির সরানোর জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তার মধ্যে মন্দির না সরালে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দেয় হামলাকারীরা।

মুসলিম মৌলবাদীদের হুমকির বিষয়টি জানিয়ে খিলখেত থানায় মামলা দায়ের করেছে মন্দির কমিটি। এ বিষয়ে খিলখেত থানার পরিদর্শক আশিকুর রহমান বলেছেন, ‘খিলখেত সর্বজনীন দুর্গামন্দিরে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। হামলার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে। মন্দির যাতে ওই স্থানে থাকে তার চেষ্টা চালানো হচ্ছে।’ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন তাদের কাছে নতজানু হতে হল তা জানতে চাওয়া হলে আশিকুর বলেন, ‘দেশের পরিস্থিতি তো বুঝতে পারছেন। তৌহিদী জনতার নামে যে তাণ্ডব চলছে, তা থামানো পুলিশের পক্ষে সম্ভব নয়। কেননা, তাহলেই ফ্যাসিবাদের দোসর হিসাবে ট্যাগ পেতে হবে। তাই বুঝিয়ে-সুজিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ