এই মুহূর্তে




বাংলাদেশের মাটিতে ৬০ জঙ্গি শিবির চালাচ্ছেন মাসুদ আজহার, অর্থ জোগাচ্ছেন ইউনূসের ছোট কন্যা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরে আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা ইউনূসের জমানায় গত ১৫ মাসে বাংলাদেশে নতুন করে ৬০টি জঙ্গি শিবির গড়ে তুলেছেন জইশ প্রধান মাসুদ আজহার। ওই জঙ্গি শিবিরে প্রায় দেড় হাজারের মতো জঙ্গির প্রশিক্ষণ চলছে। ভারতে নতুন করে নাশকতা চালানোর উদ্দেশেই ওই জঙ্গি শিবির খুলেছেন জইশ প্রধান। আর ওই শিবিরে অর্থের জোগান দিয়ে চলেছেন ইউনূসের ছোট কন্যা দীনা আফরোজ ইউনূস। তুরস্কের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নিয়মিত অর্থ পাঠানো হচ্ছে ইউনূস কন্যার কাছে। নিজের দুই স্বেচ্ছাসেবী সংগঠনের (সিএসএস বাংলাদেশ ও প্রবর্তনা) মাধ্যমে সেই অর্থ জঙ্গি শিবিরে পৌঁছে দিচ্ছেন দীনা। যদিও বাংলাদেশে মাসুদ আজহারের জইশের কোনও শিবির রয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই ‘হাতের পুতুল’ মোল্লা মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে ফের ভারতে নাশকতা চালাতে বাংলাদেশের মাটি ব্যবহারের সিদ্ধান্ত নেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গত জানুয়ারি মাসেই ঢাকায় এসেছিলেন আইএসআই প্রধান মেজর জেনারেল শাহিদ আমির আশরাফ। তার সঙ্গে ছিলেন আইএসআইয়ের আরও তিন আধিকারিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সরকারি বাসভবনে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকে হাজির ছিলেন ইউনূসের চোট কন্যা দীনা আফরোজ ইউনূস। উপস্থিত ছিলেন হিযবুত তাহরীর সামরিক শাখার প্রধান কর্নেল হাসিনুর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি, জেএমবির শীর্ষ নেতা আবদুল্লাহিল আমিন আযমীরা। ওই বৈঠকেই ঠিক হয়, ভারতে নাশকতা চালাতে নতুন করে জঙ্গি নিয়োগ করা হবে এবং তাদের সামরিক প্রশিক্ষণ দেবে জইশ-ই মহম্মদের শীর্ষ সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্রের জোগান দেবে পাক সেনা ও জইশ। আর জঙ্গি শিবিরে যারা প্রশিক্ষণ নেবে তাদের প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা করে আর্থিক ভাতা দেবে। ওই টাকা জোগান দেবে ইউনূস কন্যা দীনা।

পরিকল্পনামতো, চাপাই নবাবগঞ্জ-ঠাকুরগাঁও, পঞ্চগড় কক্সবাজার, বটিয়াঘাটা, সাতক্ষীরা, ময়মনসিংহ, দেবীদ্বার সহ দেশের ৪০টি জেলায় ৬০টি শিবির খোলা হয়। মূলত শেখ হাসিনার জমানায় যে সব জঙ্গিরা গ্রেফতার হয়েছিলেন এবং ইউনূস জমনায় মুক্তি পেয়েছেন তাদের ওই শিবিরে ডেকে নেওয়া হয়েছে। বাছাই করা জঙ্গিদের পাকিস্তানে নিয়ে গিয়ে জইশের প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে বাহিনীর সদস্য হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মতো গত অক্টোবরে বাংলাদেশি জঙ্গিদের বাছাই করতে ঢাকায় এসেছিলেন আর এক পাকিস্তানি জঙ্গি তথা লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ আলাম্মা ইবতিসাম এলাহি জাহির। তিনি এসে শতাধিক জঙ্গিকে বাছাই করে গিয়েছেন। ওই জঙ্গিদের ইসলামাবাদে যাওয়ার জন্য কাতার এয়ারলাইন্স ও এমিরেটাসের টিকিট কেটে দিয়েছেন ইউনূস কন্যা দীনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অশান্তির আগুনে জ্বলছে ঢাকা, এবার আওয়ামী লীগের দফতরে আগুন ধরিয়ে দিল এনসিপি সন্ত্রাসীরা

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হবে সোমবার

‘শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন’, ঢাকায় ভারতীয় দূতকে ডেকে ধমক ইউনূস সরকারের  

গার্হস্থ্য সহিংসতার অভিযোগ, হিরো আলমের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকায় পর পর বাসে আগুন, নাশকতার আশঙ্কায়  সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

আওয়ামী লীগ নিধন যজ্ঞ চালাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনার বিশেষ ক্ষমতা বাড়াল ইউনূস সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ