-273ºc,
Friday, 9th June, 2023 2:49 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্ষণ রুখতে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করেছিল শেখ হাসিনা সরকার। আর ওই নয়া আইন অব্যর্থ দাওয়াই হয়ে দাঁড়িয়েছে। সদ্য প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, আইন চালুর পরে গত দুই বছরে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন অনেকটাই কমেছে।
ধর্ষণের মতো ন্যক্করজনক ঘটনা রুখতে ২০২০ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের সংসদে পাশ হয়েছিল ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’। নতুন আইনের ৯ (১) উপ-ধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড করা হয়। আইন পাশ হওয়ার পরে ২ বছর ৩ মাস পেরিয়ে গিয়েছে। আর ওই আইন পাশের পরে ধর্ষণের সংখ্যা অনেকটাই কমেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ২০১৯ সালে ১,৩৭০ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছিলেন। ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছিল ১,৩৪৬ জনে। ২০২১ সালে ১,২৩৫ জন এবং ২০২২ সালে ৯৮৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। আর চলতি বছরের প্রথম দুই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৮টি। স্বেচ্ছাসেবী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘২০১৯ সালে ১,৪১৩, ২০২০ সালে ১,৬২৭, ২০২১ সালে ১,৩২১ জন এবং ২০২২ সালে ৯৩৬ জন ধর্ষণের শিকার হয়েছেন।