28ºc, Haze
Monday, 27th March, 2023 9:42 am
নিজস্ব প্রতিনিধি: বেহাল অর্থনীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া, সেই অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা। বাংলাদেশে (Bangladesh) জল, গ্যাস ইত্যাদি অত্যাবশ্যকীয় জিনিসের দাম বাড়ার পর এবার বাড়ল চিনির (Sugar) দাম। প্রতিবেশি দেশে চিনির দাম বেড়ে দাঁড়াল কেজি প্রতি ১১২ টাকা। ক্রমাগত এমন মূল্যবৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন সেদেশের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)সেদেশে চিনির সঙ্কট ও চলমান অস্থিরতার মধ্যেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এর আগে খোলা বাজারে চিনির দাম প্রতি কেজিতে ছিল ১০৭ টাকা। পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১১২ টাকা। নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিএসআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে কেজিতে পাঁচ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনি। পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি বিক্রি হবে ১০৭ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির ঊর্ধ্বমুখী দাম, ডলারের বাড়তি বিনিময় হার এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য তিন মাস আগে বাংলাদেশে গত বছর নভেম্বর মাসে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল।