এই মুহূর্তে




রমনা বটমূল বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ছয় হুজি জঙ্গিকে মুক্তি দিল ইউনূস সরকার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার বাংলাদেশে জঙ্গিবাদের জয়-জয়কার। রমনা বটমূল বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত সাত কুখ্যাত জঙ্গির শাস্তি কমাল বাংলাদেশ হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তাররের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজাপ্রাপ্ত সাত হুজি জঙ্গির ফাঁসির সাজা বাতিল করেছে। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। যেহেতু ইতিমধ্যেই দশ বছর সাজা খাটা হয়েছে, তাই ছয় জঙ্গিই ছাড়া পাচ্ছে জেল থেকে। বিচারের নামে এমন প্রহসনে মোল্লা ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যরা। তাঁরা প্রশ্ন ছুড়েছেন, ‘স্বাধীন বাংলাদেশে কী এখন থেকে জঙ্গিবাদই রাজত্ব চালাবে?’

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালায় কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হরকাতুল জিহাদি (হুজি)। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান নয় জন। পরে হাসপাতালে আও একজনের মৃত্যু হয়। ঘটনার পরেই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৩০ নভেম্বর দুই মামলায় ১৪ জনকে আসামি করে আদালতে চা্র্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার ত‍ৎকালীন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডে এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিলেন- মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে মাওলানা হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আবদুল হাই ও মাওলানা শফিকুর রহমান। এর মধ্যে সিলেটে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টার অভিযোগে হুজি নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কুখ্যাত জঙ্গি নেতারা। ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ পান রাজাকার পরিবারের সন্তান ও জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রতিষ্ঠাতা সৈয়দ রেফাত আহমেদ। তিনি রমনা বটমূল বিস্ফোরণ মামলার বিচারের দায়িত্ব দেন জামায়াত ইসলামীর কোটায় বিচারপতি হওয়া মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারকে। সাজাপ্রাপ্ত আসামীদের ফাঁসির আদেশ বাতিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সেই নির্দেশ মেনে এদিন সাত কুখ্যাত হুজি জঙ্গির ফাঁসির সাজা বাতিল করে দেয়  মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ছয়জন মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে মাওলানা হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আবদুল হাই ও মাওলানা শফিকুর রহমানকে ১০বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ছয় জনই জেল থেকে ছাড়া পাচ্ছেন। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামির মধ্যে শাহাদাতউল্লাহ জুয়েলের দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বাকি তিন আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই আসামি মারা যাওয়ায় তাঁদের আর্জি খারিজ করেছে। পিল পরিসমাপ্ত ঘোষণা করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার আইনজীবী হিসাবে রাজাকার সন্তানকে নিয়োগ দিল ইউনূস সরকার

জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে, কত ‘দিনমোহর’ দিতে হল নোবেলকে?

ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার

আদালতের নির্দেশে জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে করলেন গায়ক নোবেল

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর

নাঈমের বলে ফিরলেন চান্দিমাল, রক্ষা নিশাঙ্কার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ