-273ºc,
Friday, 2nd June, 2023 3:17 am
নিজস্ব প্রতিনিধি: প্রেম সপ্তাহের ষষ্ঠতম দিন জড়িয়ে ধরার দিন (HUG DAY)। একটা আলিঙ্গন বুঝিয়ে দেয় অনেক কিছু। সব কিছু কি আর মুখে বলে দিতে হয়? জড়িয়ে ধরে ভাব প্রকাশ করা যায় অনেকখানি। আর যদি না করতেও পারেন তাতেও ক্ষতি নেই। মনের মানুষ ঠিক বুঝে নেবে মনের কথা।
১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস। প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরা যায় যে কোনও দিন, যে কোনও সময়। তবু বিশেষ এই দিন উদযাপন করা হয়। একটা দিন হোক না ‘সেলিব্রেট’, ক্ষতি কী? কিন্তু জানেন কি আত্মিক টান?
প্রিয় মানুষকে দু’হাতে শক্ত করে জড়িয়ে ধরা হয় বুকে। আর বুক মানেই তো হৃদয়। সেই হৃদয়ের সঙ্গেই যেন আরও শক্ত করে জড়িয়ে ধরা হয় প্রিয় মানুষটিকে। একে অপরের হৃদস্পন্দন অনুভব করা যায়। এ যেন আত্মার টান। আত্মস্থ করে নেওয়ার এই উপলব্ধিই আত্মিক টান। মুখ ফুটে কিছু না বললেও দু’জন মানুষ, অনুভব করেন একে অপরকে।
আর এই সময় হালকা করে চালিয়ে নিতে পারেন নিজের পছন্দের গান। সম্পর্কের এই মুহূর্তটুকুকে সুর করে তোলে আরও মিষ্টি।