-273ºc,
Friday, 2nd June, 2023 4:07 am
নিজস্ব প্রতিনিধি: ‘আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো…’। ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন আজ। এই দিন চুম্বনের (KISS DAY)। চুম্বন কি শুধু যৌনতা? পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধা ছাড়া ভালোবাসা সম্ভব? প্রেমে চুম্বন মানে শুধুই কি ঠোঁট? চুমু এঁকে দেওয়া যায় বিশ্বাসেও।
মনের মানুষকে চুম্বনের কোনও বিশেষ দিন থাকে না। তবু প্রেম সপ্তাহের এই দিন মানে ‘সেলিব্রেশন’। প্রিয় মানুষকে আপনি আড়ালে বা প্রকাশ্যে চুম্বন করতেই পারেন। তবে সেই চুম্বনের সময়ে ঠোঁট দিয়ে যেন বিশ্বাস ও ভরসা এঁকে দিতে পারেন। আপনার ঠোঁট ছুঁয়ে যাক মনের মানুষের কপাল, চোখ, মাথা, ঠোঁট ও গাল। হাঁটু গেড়ে হাতে চুম্বন করে জানান, আপনার নিঃশর্ত প্রেমের কথা। আর মনের মানুষ কাছে না থাকলে লিখতে পারেন চিঠি বা ভাসিয়ে দিতে পারেন ফ্লাইং কিস। তাঁকে বুঝিয়ে দিন নিজেকে উজাড় করে দিয়েছেন শুধু তাঁর জন্য।
ভালোবাসায় যৌনতা থাকতেই পারে কিন্তু শুধু যৌনতা থাকলে সেখানে ভালোবাসা সম্ভব নয়। তাই চুমু যেমনই হোক, বুঝিয়ে দিন মনের কথা। বারবার বলাতে নয়, আপনার ভালোবাসার পরম উষ্ণ পরশেই প্রিয়কে বারবার জোগান বিশ্বাস। ওই ভরসার জায়গাতেই ভালোবাসা সার্থক।