-273ºc,
Thursday, 1st June, 2023 11:36 pm
নিজস্ব প্রতিনিধি: মনে করা হয় মহা শিবরাত্রির (MAHA SHIVA RATRI) দিনে দেবাদিদেব ও পার্বতীর বিয়ে হয়েছিল। আবার বিশ্বাস, এই দিনে প্রলয় তাণ্ডব করেছিলেন দেবাদিদেব। কেউ কেউ বিশ্বাস করেন, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল এই দিনে। চলতি বছরে শিবরাত্রি থুড়ি মহা শিবরাত্রি তিথি পড়েছে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে জানেন কি শিবরাত্রি (SHIVA RATRI) ও মহা শিবরাত্রি এক নয়?
বিশ্বাস, মহাশিবরাত্রি তিথিতে দেবাদিদেব গলায় গরল ধারণ করেছিলেন। আরও একটি বিশ্বাস প্রচলিত রয়েছে। মনে করা হয়, এই তিথিতেই মহাদেব পৃথিবীতে এসেছিলেন শিবলিঙ্গ রূপে। আবার কোনও বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই প্রজাপিতা ব্রহ্মা এবং বিষ্ণু দেব আরাধনা করেছিলেন শিবের। কিন্তু প্রশ্ন, মহা শিবরাত্রি ও শিবরাত্রি’র মধ্যে পার্থক্য কি? আর ক’দিন পরেই যে তিথি আসছে তা আসলে মহা শিবরাত্রি।
আরও পড়ুন: শিবরাত্রিতে জানুন অঘোরীদের জীবনযাপন…
বছরের প্রতি মাসেই (বাংলা) একবার করে আসে শিবরাত্রি। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিই শিবরাত্রি। তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হলো মহা শিবরাত্রি। ১২টি শিবরাত্রির মধ্যে সবচেয়ে মহৎ এই তিথি।