-273ºc,
Friday, 2nd June, 2023 4:26 am
নিজস্ব প্রতিনিধি: খুব বেশি দেরি নেই শিবরাত্রির। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। এই দিনকে শিব চতুর্দশীও বলা হয়। চলতি বছরে শিবরাত্রি পড়েছে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে। তবে ১৯ ফেব্রুয়ারিও থাকবে তিথি। শিবরাত্রির (SHIVA RATRI) আগে জেনে নিন অঘোরীদের কথা…
অঘোরীদের পরম আরাধ্য শিব। শব এবং শিবেই তাঁদের বিশ্বাস। তাঁদের চোখে ভালো তো ভালোই, মন্দও ভালো। বিশ্বাস, সত্য শুধু ঈশ্বর। অঘোরীদের তপস্যায় শব, মদ, মাংস, সঙ্গম ব্রাত্য নয় কিছুই। তাঁদের সঙ্গে সর্বত্র থাকে মানুষের খুলি। এই খুলিই তাঁদের খাবারের বা পানীয়ের পাত্র। তাঁরা জনসমাগম থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে তাঁদের সঙ্গী থাকে কুকুর। অঘোরীদের অত্যন্ত প্রিয় হয় সারমেয়।
আরও পড়ুন: জানুন শিবরাত্রি আর মহা শিবরাত্রির পার্থক্য
সারা গায়ে ভস্ম মেখে থাকেন তাঁরা। শব দেহের ওপরে বসে বা দাঁড়িয়ে করেন উপাসনা। বিশ্বাস করেন, ‘শব থেকেই শিব প্রাপ্তি’। কেন নাম অঘোরী? শিবের পাঁচটি রূপের মধ্যে একটি রূপ হলো, অঘোর। অঘোর থেকেই এসেছে অঘোরী শব্দটি।
উপাসনার সময়ে মৃতদেহকে মদ এবং মাংস নিবেদন করেন তাঁরা। শবের সঙ্গে শারীরিক মিলনও তাঁদের উপাসনার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।