এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১২ জানুয়ারি, শহিদ হয়েছিলেন প্রদ্যোৎ ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি: ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবস। দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়। এই দিনে শহিদ হয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। দিনটি অন্য কারণেও বিশেষ ভাবে স্মরণীয়। আজকের দিনে শহিদ হয়েছিলেন ভারতমাতার বীরপুত্র প্রদ্যোৎ ভট্টাচার্য (PRADYOT BHATTYACHARYA) ।

তখন জেলাশাসক রবার্ট ডগলাস। প্রবল অত্যাচারী। তার নির্দেশে ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর জেলে গুলি করে খুন করা হয় বিপ্লবী তারকেশ্বর সেন এবং সন্তোষ মিত্রকে। তার আগে ভারতমাতার বীরপুত্রদেরকে করা হয়েছিল অকথ্য অত্যাচার, মারধর। ১৯৩২ সালের ৩০ এপ্রিল বিকেলে জেলা বোর্ডের বৈঠক বসেছিল মেদিনীপুর জেলা পরিষদে। সেই বৈঠকের সভাপতি অত্যাচারী জেলাশাসক। পরপর তিনটি গুলি চালিয়ে তাকে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল। উল্লেখ্য, ডগলাসের সমাধি রয়েছে মেদিনীপুর শহরের শেখপুরা এলাকার সেন্ট জন’স চার্চ চত্ত্বরে।

১৯৩৩ সালের ১২ জানুয়ারি ফাঁসি হয় মহান দেশপ্রেমিক প্রদ্যোৎ ভট্টাচার্যের। উল্লেখ্য, তাঁর নামাঙ্কিত জেলা পরিষদের অডিটোরিয়াম। হেরিটেজ জার্নি দাবি জানিয়েছে, ঐতিহাসিক সেই হত্যাস্থল ‘লালভবন’কে হেরিটেজ মান্যতা দেওয়ার। তা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

ইতিমধ্যেই জেলার সমস্ত দফতরে আবেদনপত্র জমা পড়েছে। ‘হেরিটেজ জার্নি’র পক্ষ থেকে ২ বার আবেদনপত্র দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার দফতরেও। ওই সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে সাক্ষাৎ করা হয়েছিল জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের সঙ্গে। সেই আবেদনকে মান্যতা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। উদ্যোগ নেওয়া হয়েছে ‘হেরিটেজ’ মান্যতা আদায়ের।

‘হেরিটেজ জার্নি’ সংগঠনের দাবিতে সহমত পোষণ করেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ। সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ।

কর্মাধ্যক্ষ জানিয়েছিলেন, ইতিমধ্যে আবেদন করা হয়ে গিয়েছে। জেলাশাসকের মাধ্যমে আবেদন জানানো হয়েছে হেরিটেজ কমিশনে। সূত্রের খবর, এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিককে। চিঠি দিয়েছিলেন কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। উল্লেখ্য, এর আগে রাজ্য হেরিটেজ কমিশনে তথ্য ও ছবি সহ মেল করেছিল ‘হেরিটেজ জার্নি’ সংগঠন। কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র আশাবাদী, জেলা পরিষদকে হেরিটেজ মান্যতা খুব শীঘ্রই দেবে রাজ্য হেরিটেজ কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গন ভাইফোঁটার পরিকল্পনা নিয়েছে বসিরহাটের ‘নবোদয় সংঘ’

বনগাঁ থানার এবারের কালীপুজোর থিম ‘ কৈলাস পর্বতে মহাদেব’

বাঁকুড়ার সাঁতরা বাড়ির “বড় বৌমা” পূজিত হলেন মা কালীর রূপে

নৈহাটির বড়মার পুজোয় ভক্তদের ভিড়

তারাপীঠে সারারাত খোলা থাকছে গর্ভ গৃহের দরজা

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপবাস, নিজের হাতে রান্না করলেন ভোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর