এই মুহূর্তে




উৎসবেও বাদ পড়বে না, জগদ্ধাত্রী পুজোয় সুগারের রোগীও চেখে দেখতে পারেন এই মিষ্টি




নিজস্ব প্রতিনিধি :  মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। উৎসব অনুষ্ঠানেও পাতে মিষ্টি পড়বে না? এমনিতেই চেয়েও মিষ্টি খেতে না পাওয়ার কষ্টটা ভালই বোঝেন ডায়াবিটিস রোগীরা। প্রিয় মানুষটিকে মিষ্টি দিতে না পারায়, কষ্ট হয় বাড়ির অন্যদেরও। তবে আর চিন্তা নেই। স্বাস্থ্যসম্মত উপায়ে যদি মিষ্টি বানানো যায় তবে তো আর কোন চিন্তা নেই। সুগারের রোগীকেও এই মিষ্টি দিতে পারেন। তবে ঘরে বসেই উৎসবের আমেজে বানিয়ে নিন পুষ্টিকর এই মিষ্টি গুলো।

খেজুর-বাদামের রোল : এটি খুব সহজেই বানানো যায়। সঙ্গে এতে ভিটামিন, খনিজও পাওয়া যায়। এতে থাকে প্রাকৃতিক মিষ্টত্ব। খেজুরের সঙ্গে মেশাতে হবে আখরোট, পেস্তার মতো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, শরীর ভাল রাখতে যা জরুরি।

প্রণালী : খেজুর থেকে বীজ বের করে তা মিক্সিতে বেটে নিন। তবে মনে রাখতে হবে খেজুর হওয়া চাই ভাল মানের। এর সঙ্গে মিশিয়ে নিন সামান্য লবন।এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচোনো বাদাম। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে রোলের আকার দিন। উপর থেকে ছড়িয়ে দিতে পারেন নারকেলের গুঁড়ো। শুধু সুগারের রোগী নন, ওজন নিয়ে যারা সমস্যায় পড়েছেন তাঁদের জন্য সোনাই সোহাগা হবে।

বেকড বেসন লাড্ডু : কড়াইতে ঘি দিয়ে বেসন ভাল করে নাড়াচাড়া করে নিন। তবে, ঘি বা তেলের পরিমাণ যেন খুব বেশি না হয়। বেসনের মধ্যে স্বাদের জন্য দিন সামান্য থেঁতো করা এলাচ। এর সঙ্গে মিশিয়ে দিন শুকনো খোলায় নেড়ে নেওয়া কাজু, কাঠবাদামের কুচি। সমস্ত উপকরণ ভাল করে নাড়িয়ে নিন। মিষ্টি স্বাদ আনার জন্য দিতে পারেন স্টিভিয়ার গুঁড়ো। এবার গোল করে লাড্ডুর আকারে গডে় নিন। ব্যস রেডি বেসন লাড্ডু। যারা বেশি মিষ্টি খেতে ভালবাসেন তাঁরা চিনি গুঁড়ো মিশিয়ে নেবেন।

আপেলের হালুয়া :  আপেল হল এমন একটি পুষ্টিকর ফল যার মধ্যে প্রাকৃতিক মিষ্টতা থাকে। তাই আপেলের হালুয়া হয়ে উঠতেই পারে উৎসবের মিষ্টি। আপেল প্রথমে ভাল করে কুরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে কুরিয়ে নেওয়া আপেল ভাল করে নাড়া-চা়ড়া করে নিন। আপেল নরম হয়ে এলে দিন দুধ। মিশিয়ে দিন সামান্য দারচিনি গুঁড়ো, স্বাদমতো স্টিভিয়া গুঁড়ো। তবে স্টিভিয়া গুঁড়ো হল একটি একটি গাছের পাতা। এই পাতা চিনির পরিবর্তে ব্যবহার করা হয়। একান্তই না পেলে চিনিও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভাল করে নাড়াচাড়া করে নিন। ব্যস রেডি আপেলের হালুয়া।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিষ্টি নয়, সান্ধ্য আড্ডায় চেখে দেখুন এই ‘ঝাল পিঠে’

ভাত বেঁচে গেছে ? তা দিয়েই বানিয়ে ফেলুন ‘সবুজ মোতি পোলাও’

বড়দিনের পার্টিতে এ সব খাবারগুলি খাবেন, কিন্তু এতে কত পরিমাণ ক্যালোরি আছে, জানেন কী?

খ্রিস্টমাসে বাড়িতেই বানান অভিনব স্টাইলের এই কেক

মিষ্টি নয়, ঝালপ্রেমীদের জন্যে এ শীতে বানিয়ে ফেলুন চিকেন পিঠে

কাজ থেকে ফিরে ক্লান্ত, ইচ্ছে করছে না রাঁধতে, ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন চিকেন কষা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর