এই মুহূর্তে




সর্দি-জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়েছে? মচমচে করলা পাতার বড়া দেখাবে ম্যাজিক

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বৃষ্টি যেন বিদায়ই নিতে চাইছে না। সময়ের আগে বর্ষা এলেও সময়ে বিদায় নিচ্ছেন না বরুণ দেব। মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। সঙ্গে আবার রয়েছে কিছুটা ঠাণ্ডার আমেজ। আবার আবহাওয়া বদলের মরশুমে ঠাণ্ডা লেগে নষ্ট হয়েছে মুখের রুচি। সব মিলিয়ে বিকেল হলেই মন করছে চায়ের সঙ্গে তেলেভাজা জাতীয় কিছু খেতে। কিন্তু একঘেয়ে চপ, বেগুনি খেতে ইচ্ছা নেই একেবারেই। মুখের স্বাদ ফেরাতে বাড়িতে বৃষ্টির বিকেলে মচমচে তেলেভাজা হিসেব বানিয়ে ফেলতেই পারেন ছাদ বাগানে হওয়া করলা পাতা দিয়ে বড়া। জেনে নিন কীভাবে বানাবেন বিকেলের চায়ের সঙ্গে টা।

উপকরণ: করলা পাতা ১২-১৫টা, আধ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি, ১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি , ১ চা চামচ আদা ও রসুন বাটা , লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এক চা চামচ, বুআধা কাপ টের ডালের বেসন , আধা চা চামচ চিনি , আধা চা চামচ বেকিং পাউডার, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ চালের গুড়ি, স্বাদমতো নুন, সয়াবিন তেল।

 পদ্ধতি : করলা পাতা ভালো করে ধুয়ে নিন কারণ অনেক সময় বালি থাকতে পারে পাতয়। এরপর হাত দিয়ে একটু কুঁচিয়ে নিন। এবার একটি পাত্রে সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিন। এরপর কড়াইতে সয়াবিন তেল গরম করতে দিন। তেল গরম হলে বড়া আকারে বানিয়ে কড়াইতে ছাড়ুন। দুই পিট উল্টে পাল্টে একটু কম আঁচে ভেজে নিন যাতে ভিতরটা কাঁচা না থাকে। বড়া গুলো সোনালি রং হলে গেলে নামিয়ে নিন। এবার একটি প্লেটে পেঁয়াজ টমেটো, শশা, কাঁচা লঙ্কা কুচি করে ও সঙ্গে টমাটো সস সহযোগে গরম গরম পরিবেশন করুন। সর্দি জ্বর হলে ফিরবে মুখের স্বাদ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হেঁশেলে একঘেয়ে পদ ছেড়ে এবার রাঁধুন বেগুন সিরাজি

শীতে ঘরেই বানিয়ে নিন মুখরোচক চাট, কীভাবে বানাবেন জানুন

শীতের রাতে ডিনারে পাতে রাখুন ধনেপাতা-কাঁচালঙ্কা দিয়ে তৈরি সুস্বাদু এই চিকেনের পদ

ভেটকি দিয়ে নয়, কম খরচে বানিয়ে ফেলুন সুস্বাদু লটে ফ্রাই, জেনে নিন চটজলদি রান্নার রেসিপি

ওজন কমবে তরতরিয়ে, প্রতিদিন রাতের ডিনারে রাখুন সুস্বাদু পালং মাশরুম স্যুপ

শীতের রাতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা শিমের তেল-ঝাল, জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ