এই মুহূর্তে




বাচ্চা থেকে বুড়ো সবারই জিভে আসবে জল, বাড়িতেই বানান আম পিৎজা




নিজস্ব প্রতিনিধি: বাচ্চা থেকে বুড়ো সকলের ফেভারিট পিৎজা। বিশেষ করে, বাচ্চাদের এই খাবারটি হলে রাতের খাবার বন্ধ হয়ে যায়। আর খাবার খাওয়া নিয়ে জোরও করতে হয় না। এছাড়া বড়দের কাছেও সন্ধ্যার স্ন্যাক্স বা দুপুরে পেট ভরার মতো অন্যতম মুখরোচক খাবার এটি। এদিকে এখন আবার আম সিজন। আম দিয়ে সমস্ত মুখরোচক খাবারই বানানোর এক্সপেরিমেন্ট চলে। তাহলে আম পিৎজা কেন নয়? যদিও সাধারণ ভাবেও এই খাবার বাড়িতে অনেকেই বানাতে পারেন না। তাহলে আম পিৎজা কী করে বানাবেন, তাই তো? চিন্তা নেই, আজ আমরাই জানাবো এই খাবার বাড়িতে বানানোর সহজ পদ্ধতি!

উপকরণ

ময়দা ৩ কাপ
ডিম ১টি
ঘি ২ চা-চামচ
ইস্ট ৩ চা-চামচ
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
চিনি ১ চা-চামচ
নারকেল কোরা ১ কাপ
পাকা আমের মণ্ড ২ কাপ
কুসুম গরম জল সামান্য
রান্না করা ক্ষীর ১ কাপ,মো
জারেলা পনির কুচি ২ কাপ
লবণ স্বাদমতো

প্রণালী

একটি পাত্রে ময়দা, ডিম, ঘি, ইস্ট, দুধ, চিনি, নারকেল কোরা, আধা কাপ আমের মণ্ড, লবণ ও প্রয়োজনমতো উষ্ণ গরম জল দিয়ে ভালভেবে মেখে খামির বানিয়ে নিন। এরপর একটি গরম জায়গায় ঢেকে রাখুন। ৩০ মিনিট পর খামির ফুলে দ্বিগুণ হবে। এরপর পিৎজা প্যানে তেল ব্রাশ করে খামির হাতে নিয়ে রুটির মতো ছড়িয়ে পিৎজা প্যানে বসিয়ে দিন। ওপরে ছড়িয়ে দিন মোজারেলা পনির। প্রিহিট ওভেনে ১০ থেকে ১৫ মিনিট ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নিন। শেষে রান্না করা ক্ষীর ও আমের মণ্ড ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে খুব অল্প সময়, ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে কইয়ের এই রেসিপিটি

জগন্নাথের ৫৬ ভোগের একটি পদ বাড়িতেই বানিয়ে নিন, জমে যাবে উল্টোরথ

বাচ্চা থেকে বুড়ো, সকলের জিভে জল আনবে মাটন কিমা ভরা ডিমের ডেভিল

Weekend recipe : সামান্য উপকরণে বানিয়ে নিন পছন্দের কচুরি

আমিষ কচুরি পছন্দ, সহজে বানিয়ে নিতে পারেন বিশেষ ধরনের কচুরি

মুখের স্বাদ ফেরাতে ওস্তাদ ‘তপসে ফ্রাই’, বাড়িতে কীভাবে বানাবেন?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ