এই মুহূর্তে




সন্ধ্যার চায়ের পার্টি জমিয়ে দেবে রাজস্থানের কলমি বড়া

নিজস্ব প্রতিনিধি: বাঙালি আর সঙ্গে চা থাকবে না এটা একেবারেই অবিশ্বাস্য। সন্ধ্যার চায়ের সঙ্গে যদি টা থাকে তাহলে তো আসর একেবারে জমে ক্ষীর। চায়ের সঙ্গে চপ, বেগুনি বা নিমকি ছাড়া খেতে পারেন কলমি বড়া। নাম শুনেই নিশ্চয়ই ভাবছেন কলমি শাকের কথা। বাঙালি মনে এটা ভাবাই স্বাভাবিক। কিন্তু কলমি বড়ার সঙ্গে কিন্তু একেবারেই সম্পর্ক নেই কলমি শাকের। রাজস্থানে কলমি বড়া হল একটি মুখোরচ পদ যা বানানো হয় নানা রকমের ডাল দিয়ে। এই রাজস্থানি খাবারের প্রতিটি কামড়ে রয়েছে অন্য রকম স্বাদ আর গন্ধ। খুব সামান্য মশালা দিয়ে তৈরি হয় এই পদ। জেনে নিন কীভাবে বানাবেন রাজস্থানি এই খাবার…

উপকরণ: ১ কাপ ছোলার ডাল, সবুজ মুগ ডাল ১/৩ কাপ, বিউলির ডাল ১/৩ কাপ, অড়হর ডাল ১/৩ কাপ, হিং ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, জোয়ান ২ চা চামচ, স্বাদ মত নুন, সাদা তেল।

পদ্ধতি: সমস্ত ডালগুলিকে ভাল ভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। ভেজানো হলে ডাল মিক্সিতে দিয়ে জল ছাড়া বেটে নিন। একেবারে মিহি করবেন না। এমনভাবে বাটবেন যাতে মিশ্রণ সামান্য দানাদানা থাকবে। বেটে নেওয়া ডালের সঙ্গে মিশিয়ে নিন হিং, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন। এর পর তার পরে হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল গড়ে সামান্য চাপ দিয়ে ছোট ছোট টিক্কির মতো বানিয়ে নিন। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে ছেড়ে দিন টিক্কিগুলো। আঁচ কমিয়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম চায়ের সঙ্গে সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন কলমি বড়া। আর জমে যাক সন্ধ্যার আড্ডা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জানেন কীভাবে রাঁধতে হয় ‘নিরামিষ মাংস’?

স্বাদ বদলে গরম ভাতের সঙ্গে রাখুন ‘লঙ্কাপোড়া রুই’, জেনে নিন রেসিপি

পুজোয় অতিথিদের মন ভোলাতে শেষ পাতে রাখুন ভাপা দই, বানাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট

ঝোল-ঝাল-কষা ছেড়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের ডিমের শাঁসরাঙা

পুজোয় বাড়িতে বন্ধুদের নিয়ে বিকেলের আড্ডায় থাকুক চিজি এগ ললিপপ

এই পাঁচ উপায়ে বাড়িতেই বানান দোকানের মতো নরম তুলতুলে কাবাব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ