-273ºc,
Tuesday, 30th May, 2023 2:16 pm
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার শিয়ালদা আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা সংক্রমিত হন ১৩ জন স্বাস্থ্য কর্মী। মূলত চিকিৎসক ও নার্সিং স্টাফের অনেকেই আক্রান্ত হন কোভিডে। শুক্রবারে নতুন করে ওই হাসপাতালে করোনা আক্রান্ত হন ৮ জন। অর্থাৎ মাত্র দু’দিনেই আর আহমেদ ডেন্টাল কলেজে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়াল ২২। সূত্রের খবর, আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যাপক সহ একাধিক নার্সিং স্টাফ ও স্বাস্থ্য কর্মী কোভিডের থাবায় জর্জরিত। এই অবস্থায় আর ডেন্টাল কলেজের স্বাস্থ্য কর্মীদের তরফে রোগী দেখা সম্ভব হচ্ছে না বলেই স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার কলেজের ১৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হন। যাদের মধ্যে অনেকেই ছিলেন নার্সিং স্টাফ ও চিকিৎসক। এর মধ্যে ডেন্টাল কলেজের লেডিস হস্টেল সুপারের ১৪ বছরের মেয়ে পর্যন্ত কোভিড পজিটিভ। আর আহমেদ ডেন্টাল কলেজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলের সভাপতি রাজু বিশ্বাস। তিনি স্বাস্থ্য দফতরে বিষয়টি জানিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি নিজেও করোনায় আক্রান্ত। স্বাস্থ্য দফতরের তরফে সন্দেহ করা হচ্ছে, কিছুদিন আগেই আর আহমেদ ডেন্টাল কলেজে একটি অনুষ্ঠান হয়। সেই জায়গা থেকেই সকলে করোনা আক্রান্ত হয়েছেন কিনা খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দফতর।
কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠীসংক্রমণ। সেই কারণেও এতজন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন কিনা খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য কর্তারা। এছাড়াও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যেই সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে মোট ৬০ জন দন্ত চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।