এই মুহূর্তে




‘ভোট পেতে প্রধানমন্ত্রী যোগব্যায়ামও দেখাতে পারেন’, বিস্ফোরক রাহুল গান্ধি

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রবিবার রীতিমতো কটাক্ষ করে তিনি বলেছেন ভোটের জন্য নাটক করছেন মোদি। নির্বাচন মিটে গেলে প্রধানমন্ত্রী আর কোনও প্রতিশ্রুতি পূরণ করবেন না বলেও বিহারবাসীকে সচেতন করেছেন । প্রসঙ্গত, বিহারে নির্বাচন একেবারে শিয়রে। তার আগে বিহারের বেগুসরাইয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদি জনগণের কথা শোনেন না এবং নির্বাচনের পরে ‘ভ্যানিশ’ হয়ে যান।

রাহুল গান্ধি বলেন, “নরেন্দ্র মোদি বক্তৃতা দেন, আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে চলে যান। বলেন নির্বাচনের দিন পর্যন্ত আপনি যা চাইবেন তিনি তাই করবেন। কিন্তু নির্বাচনের পরে, উনি আর বিহারে আসেন না। জনগণের কথাও শোনেন না। আমার বক্তব্য, আপনি যা করতে চান এখনই তা করুন।প্রধানমন্ত্রী ভোটের জন্য যে কোনও কিছু করতে পারেন। তাকে যোগব্যায়াম করতে বলুন, চাইলে তিনি কয়েকটি আসন করেও দেখিয়ে দেবেন। কিন্তু নির্বাচনের পরে, সমস্ত গান এবং নাচ আদানি এবং আম্বানিরা করবেন। এসব আসলে নাটক ছাড়া কিছুই নয়।”

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির তীব্র সমালোচনা করে রাহুল গান্ধি বলেন, “প্রধানমন্ত্রী মোদি বলেন তাঁর ছাতি ৫৬ ইঞ্চি। অথচ তিনি ট্রাম্পকে ভয় পান। প্রধানমন্ত্রী মোদিকে অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেছিলেন তিনি, তাই দু’দিনের মধ্যে বন্ধ হয়ে গেল অভিযান। আসল সত্য হল তিনি যে শুধু ট্রাম্পকে ভয় পান তাই নয়, বরং আদানি এবং আম্বানিরা রিমোট-কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণ করেন মোদিকে।” কংগ্রেস নেতা এও দাবি করেন যে জিএসটি এবং নোটবন্দির মতো সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছিল ছোট ব্যবসাকে ধ্বংস করে বড় ব্যবসায়ীদের লাভবান করার জন্য।

বিহারের মঞ্চে দাঁড়িয়ে রায়বেরিলির সাংসদ উচ্চ কণ্ঠে বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা ছোট ব্যবসাকে উৎসাহিত করতে চাই। আমরা আপনার ফোন এবং টি-শার্টে ‘মেড ইন চায়না’ লেবেল ‘মেড ইন বিহার’ দিয়ে প্রতিস্থাপন করতে চাই।” রাহুল গান্ধি আরও অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদি তরুণদের রিল দেখতে বলছেন। কারণ তিনি চান বিহারের বেকারত্ব দূর না হোক। রিল দেখার মাধ্যমে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারলে আর তো বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠবে না।  মঞ্চ থেকে কংগ্রেস নেতা জোর দিয়ে বলেন মহাজোট যদি জয়ী হয় তাহলে বিহারের শিক্ষার্থী এবং বিদেশী পড়ুয়াদের জন্য সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।

বিহারে নির্বাচন শুরুর আগে রাহুল গান্ধি বারবার আক্রমণ করছেন নরেন্দ্র মোদিকে। এর আগে ২৯শে অক্টোবর আরজেডি নেতা এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে একটি যৌথ সমাবেশে মুজফফরপুরে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, “আপনি যদি নরেন্দ্র মোদিকে আপনার ভোটের বিনিময়ে নাচতে বলেন, তাহলে তিনি মঞ্চে নাচবেন। সমাবেশে রাহুল গান্ধির মন্তব্যের জন্য বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মর্যাদা হ্রাসের অভিযোগ এনে, বিজেপি নির্বাচন কমিশনকে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

আরজেডি বিধায়ক দলের নেতা হিসাবে ফের নির্বাচিত তেজস্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ