নিজস্ব প্রতিনিধি, মাধেপুরা: একজন নয়। দুই জন নয়। তিন-তিন জনকে পিষে মারল জেলাশাসকের গাড়ি। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরায়। মর্মান্তিক দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের দাবি, ঘটনার সময়ে ঘাতক গাড়িতে ছিলেন না জেলাশাসক বিজয় প্রকাশ মীনা। যদিও স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন জেলাশাসক ও তাঁর দেহরক্ষী। ভয়াবহ দুর্ঘটনার পরেই এক মোটরবাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তাঁরা।
মাধেপুরার জেলা তথ্য আধিকারিক কুন্দন কুমার সিংহ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মাধেপুরার জেলাশাসক বিজয় প্রকাশ মীনার গাড়ি পটনা থেকে মাধেপুরা ফিরছিল। মধুবনির কাছে ফুলপরশ থানার অন্তর্গত ৫৭ নম্বর জাতীয় সড়কের উপরে যান্ত্রিক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারিকে পিষে দেয় গাড়িটি। তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময়ে গাড়িতে জেলাশাসক ছিলেন না।
যদিও ডিপিআরও’র দাবি মানতে চাননি স্থানীয় বাসিন্দারা। তাদের পাল্টা দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িটিতে জেলাশাসক, তাঁর দেহরক্ষী, গাড়ির চালক ও এক তরুণী ছিলেন। দুরন্ত গতিতে ছুটে এসে একের পর এক পথচারিকে চাপা দেয় গাড়িটি। পরে রাস্তার পাশে থাকা এক ডিভাইডারে ধাক্কা মারে। ওই সময়ে মোটরবাইকে চেপে পালিয়ে যান জেলাশাসক, তাঁর চালক ও গাড়িতে থাকা তরুণী। ভয়াবহ দুর্ঘটনার পরেই জেলাশাসকের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে স্থানীয়রা। । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।