এই মুহূর্তে




উত্তরপ্রদেশ,পাঞ্জাবে বিরাট জাল আয়ুষ্মান কার্ড চক্রের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত ৩০০ টিরও বেশি পরিচয়পত্র

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব জুড়ে ভুয়ো জাল আয়ুষ্মান স্বাস্থ্য বীমা কার্ড তৈরির হদিশ। বিরাট আকারের জালিয়াতি পর্দা ফাঁস হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং আপ শাসিত পাঞ্জাবে। আয়ুষ্মান কার্ড দেওয়ার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা স্টেট এজেন্সিজ ফর কম্প্রিহেনসিভ হেলথ অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিসেস (SACHIS) এর কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে ৩০০টি জাল কার্ড ইস্যু করার পর এই জালিয়াতি প্রকাশ্যে এসেছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে।

আয়ুষ্মান কার্ডগুলি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এর অংশ, যা অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তৈরি একটি প্রধান সরকারি প্রকল্প। সেখানেই জালিয়াতির ঘটনায় রীতিমত চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। সাম্প্রতিক দীপাবলিতে ছুটির সময় এই কেলেঙ্কারির সূত্রপাত। অভিযুক্তরা নিয়ম এড়িয়ে SACHIS কর্মকর্তাদের জাল পরিচয়পত্র তৈরি করে সিস্টেমটিকে কাজে লাগায়। প্রতারকরা উত্তরপ্রদেশের বরেলি এবং শাহজাহানপুরের বাসিন্দাদের পাশাপাশি পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দাদের লক্ষ্যবস্তু করেছিল। সরকারী পোর্টালগুলিতে অননুমোদিত অ্যাক্সেস ব্যবহার করে তারা এই শহরগুলিতে জাল আয়ুষ্মান কার্ড তৈরি করে বিতরণ করতে সক্ষম হয়েছিল।

প্রাথমিক তদন্তে ৩০০টি এই ধরনের কার্ড তৈরির বিষয় নিশ্চিত হওয়া গিয়েছে। তার পরেই কার্ড তৈরির সময় সঠিক তথ্য যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। জালিয়াতরা যে কৌশলটি ব্যবহার করেছিল তাতে SACHIS কর্মকর্তাদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরগুলি ব্যবহার করা হয়েছিল। তারা আধার কার্ডের সাথে এই নম্বরগুলি মিলিয়েছিল এবং অফিসিয়াল পোর্টালে সেগুলি পরিবর্তন করেছিল, যার ফলে বৈধ কর্মকর্তাদের কাছে অনুমোদনের জন্য প্রয়োজনীয় OTP পৌঁছায়নি। এই ব্যবস্থা কাজে লাগিয়েই জাল আধার কার্ড তৈরি করতে সক্ষম হয়েছিল জালিয়াতরা। তবে খোদ বিজেপি শাসিত রাজ্যে বসে এই চক্র কীভাবে চালানো হল তা নিয়েই নানা মহলে নানা প্রশ্ন উঠছে।

এই কারসাজি ধরা পড়ার পর, কর্তৃপক্ষ দ্রুত অবৈধ কার্ডগুলি বাতিল করে। ৩০০ টিরও বেশি জাল আধার কার্ড বাতিল করা হয়েছে। ঘটনা নিয়ে রাজ্য নোডাল অফিসার শচীন বৈশ্য লখনউয়ের হযরতগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করেছেন।কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে এই কেলেঙ্কারিতে SACHIS কর্মকর্তাদের সম্ভাব্য ভূমিকা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। গত ছয় মাসে আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে আরও বেশি করে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ডিসেম্বরের ৬ তারিখ পরিকল্পনা ছিল ছয় বিস্ফোরণের, বাবরি ধ্বংসের প্রতিশোধ নিতেই বেছে নেওয়া হয় তারিখ

পরিবারের সঙ্গে ১০০ শতাংশ মিলেছে DNA, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো গাড়িতে ছিলেন চিকিৎসক উমরই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ