এই মুহূর্তে

খোদ মোদি-শাহের গুজরাতেই ৩২ হাজারেরও বেশি স্কুলশিক্ষকের পদ শূন্য

নিজস্ব প্রতিনিধি: বেশি দিনের কথা নয়, মাত্র কয়েক মাস আগের কথা। গত বছরের ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভা ভোটের মুখে গুজরাতের(Gujrat) শিক্ষা ব্যবস্থা(Education Sector) মডেল হিসাবে তুলে ধরার কথা প্রচার করেছিল বিজেপি(BJP)। কিন্তু সেই ভোট মিটতেই এখন বেআব্রু হয়ে পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সামনে এসেছে যে, গুজরাতে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ৩২ হাজারেরও বেশি শিক্ষকপদ(Teachers Post) শূন্য হয়ে পড়ে রয়েছে। এই সত্য কেউ ফাঁস করে দেয়নি, এমনকি কোনও সংবাদমাধ্যমও তা Exclusive News বা Breaking News হিসাবে তুলে ধরেননি। বরঞ্চ এই তথ্যটা তুলে ধরেছেন খোদ সে রাজ্যের শিক্ষামন্ত্রী কুবের দিন্দর। গুজরাত বিধানসভায় এমনটাই স্বীকার করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন বিপর্যয় মোকাবিলা খাতে ৬টি দফতরকে ৩৫০ কোটির বরাদ্দ

মাস চারেক আগে গুজরাতে বিধানসভা ভোট হয়েছিল। সেই সময় গুজরাতে ‘শিক্ষার হাল’ ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল সে রাজ্য রাজনীতি। তার জল গড়িয়েছিল জাতীয় রাজনীতিতেও। কেননা থেকে থেকেই মোদি-শাহের জমানায় গুজরাতকে নানা বিষয়ে Role Model State হিসাবে তুলে ধরা হয়। অথচ সেই রাজ্যেই কিনা শিক্ষা ব্যবস্থার এহেন ‘করুণ দশা’ এখন সামনে এসে গিয়েছে। আর সেটাও নিয়ে এলেন সে রাজ্যেরই শিক্ষামন্ত্রী। স্বাভাবিক ভাবেই এখন গেরুয়া শিবির মুখ কোথায় লুকাবে সেটাই ভেবে পাচ্ছে না। বিধানসভা নির্বাচনের সময় এই ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল আম আদমি পার্টি(AAP) ও কংগ্রেস(INC)। সেই সময় অবশ্য বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, গুজরাতের শিক্ষা ব্যবস্থা মডেল হতে পারে গোটা দেশে। আর এখন Speak to Not।

আরও পড়ুন April থাকে June, কপালে দুঃখ বঙ্গবাসীর, পড়বেন Heat Wave’র মুখে

গুজরাতের শিক্ষা ব্যবস্থা যে কতটা বেহাল, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে গোটা দেশেই। সেখানকার শিক্ষামন্ত্রী বিরোধীদের প্রশ্নের উত্তরে বিধানসভায় জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত গুজরাতে সরকারি, সরকার পোষিত ও ইংলিশ মিডিয়াম স্কুল মিলিয়ে সহকারী শিক্ষকপদে ২৯ হাজার ১২২টি পদ শূন্য। এছাড়াও ৩ হাজার ৫৫২টি প্রিন্সিপাল পদ ফাঁকা। শুধু তাই নয়, গুজরাতে ৩৩টি জেলার মধ্যে ১৪টিতে নবম-শ্রেণির জন্য কোনও সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল নেই। এই জেলাগুলিতে নেই কোনও সরকার পরিচালিত ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলও। এমনকী ৩১টি জেলায় নেই সরকারি অনুদানপ্রাপ্ত কোনও ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল। ডিজিটাল ও বিজ্ঞান শিক্ষার হাল নিয়েও উঠে এসেছে অত্যন্ত বেহাল ছবি। বিধানসভায় শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৩২ হাজার ৬৭৪টি শূন্য শিক্ষকপদের মধ্যে সরকারি স্কুলে ফাঁকা রয়েছে ২০ হাজার ৬৭৮টি। অন্যদিকে, শিক্ষক ও প্রিন্সিপাল মিলিয়ে ১১ হাজার ৯৯৬টি শূন্যপদ পূরণ করা যায়নি সরকার পোষিত স্কুলে। প্রাথমিক স্কুলগুলির হাল সবচেয়ে খারাপ। এই মুহূর্তে গুজরাতে সরকারি প্রাইমারি স্কুলে শূন্য শিক্ষকপদের সংখ্যা সাড়ে ১৭ হাজার। এর মধ্যে শুধুমাত্র কচ্ছ জেলায় প্রাইমারিতে ১ হাজার ৫০৭জন শিক্ষকের পদ ফাঁকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই মোদির চিঠি, ক্ষুব্ধ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

আপ’কে ১০০ কোটি টাকা দিয়েছিলেন কবিতা, বিস্ফোরক দাবি ইডির

বিজেপিকে হারাবার ডাক দিল বাংলা পক্ষের গর্গ, নেপথ্যে Delimitation

যোগী রাজ্যে টাকা হাতানোর লোভে ‘গণবিবাহ আসরে’ নিজের ভাইকে বিয়ে বিবাহিত মহিলার

বাড়ির নাবালিকা পরিচারককে লাগাতার ধর্ষণের দায়ে গ্রেফতার অসম পুলিশ কর্তা

গুজরাত-সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরাল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর