এই মুহূর্তে




পরকীয়ার পথের কাঁটা সরাতে কফিতে বিষ মিশিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা স্ত্রীর




নিজস্ব প্রতিনিধিঃ ঘোর কলিযুগ! একজন মহিলার অপকর্ম লজ্জায় ফেলে দিয়েছে সমস্ত স্বামী-স্ত্রীর সম্পর্ককে। এক দম্পতির বিবাহিত জীবন মাত্র দুই বছরের। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ক্রমবর্ধমান অশান্তি, একে অপরের প্রতি অবিশ্বাস, সন্দেহ, সবটাই তাঁদের সম্পর্ককে বিষাক্ত করে তুলেছিল। অবশেষে নরক যন্ত্রণা সইতে না পেরে স্বামীকে হত্যার ছক কষেন দুষ্ট স্ত্রী। কফির মধ্যে বিষ মিশিয়ে স্বামীকে অবলীলায় হত্যা করেন। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের খাতাউলি কোতোয়ালি থানা এলাকার ভায়াঙ্গি গ্রামে। সূত্রের খবর, বছর দুয়েক আগে গাজিয়াবাদ লোনি থানা এলাকার ফারাকনগরের পিঙ্কি শর্মা ওরফে সানার সঙ্গে বিবাহ হয়েছিল ২৬ বছর বয়সী অনুজ শর্মার।

অভিযোগ, বিয়ের আগে পিঙ্কির প্রেম ছিল। বিয়ের পরেও তিনি তাঁর প্রেমিকের সঙ্গে অবৈধ প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন। তা টের পেয়ে গিয়েছিলেন অনুজ শর্মা। অনুজ পেশায় মিরাটের হাসপাতালে কর্মরত। পিঙ্কি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে প্রেমিকের সঙ্গে কথা চালিয়ে যেতেন। এরপরেই তাঁদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এমনকী পিঙ্কি তাঁর বাপের বাড়িতে চলে যায়। এবং সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে গাজিয়াবাদ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশি পরামর্শে তাঁদের দুজনকে কাউন্সেলিং করানো হয়। এবং পুলিশ দুজনকে এক সপ্তাহ একসঙ্গে থাকতে বলেন। সেই কারণে অনুজ তাঁর বাড়িতে পিঙ্কিকে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু তার পরেও তাঁদের বিবাদ থামার নাম নিচ্ছিল না। অনুজের বড় বোন জানিয়েছেন, পিঙ্কির ঘনঘন ফোনে কথা, অন্য ছেলেকে ম্যাসেজ করা একেবারেই পছন্দ ছিল না অনুজের। অনেকবার তিনি পিঙ্কিকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। এমনকী অনুজ পিঙ্কির থেকে মোবাইল ছিনিয়ে ছেলেটির সঙ্গে তাঁর সমস্ত কথোপকথন দেখে ফেলেন।

পরে জানা যায়, পিঙ্কি যার সঙ্গে প্রেম করতেন সে আর কেউ নয়, বরং তাঁর কাকার মেয়ের ছেলে। অর্থাৎ ভাগ্নের সঙ্গে প্রেম করতেন পিঙ্কি। এরপরেই অশান্তি চরমে ওঠে। এবং পিঙ্কি বাপের বাড়ি চলে যায়। এরপর পুলিশ তাঁদেরকে একসঙ্গে থাকতে বললে অনুজ সবকিছু ভুলে পিঙ্কিকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তবুও পিঙ্কি কথাবার্তা থামায় নি। অবশেষে গত ২৫ মার্চ অনুজের কফির সঙ্গে বিষ মিশিয়ে অনুজকে মারার প্ল্যান করেন পিঙ্কি। এবং বিষ মেশানো ওষুধ খেয়ে অনুজের স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে মিরাট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর অনুজের বড় বোন মীনাক্ষী পিঙ্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ তদন্তে নেমে সবটা জানতে পারেন। এবং পিঙ্কি স্বামীকে হত্যার ভয়াবহ ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। কিন্তু তিনি জানিয়েছেন, তাঁর ভাগ্নের সঙ্গে কোনওরকম সম্পর্ক ছিল না, নিছক বন্ধুত্ব ছিল। অনুজ অজান্তেই তাঁকে সন্দেহ করেছিল। ন্যায় সংহিতা BNS 2023-এর 123 এবং 351 ধারায় পিঙ্কির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য, চলছে তল্লাশি

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

আর্থিক লেনদেনে বিমানবন্দর-সহ প্রকাশ্য স্থানের Wi-Fi ব্যবহার না করার জন্য সতর্ক করল কেন্দ্র

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, বাজেয়াপ্ত BMW, ২৮ একর জমি

পহেলগাঁওকাণ্ডের জের, নিয়মের গেরোয় মাকে ছেড়ে পাকিস্তানে ফিরতে হল একরত্তি শিশুকে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর